ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
সংবাদ শিরোনাম ::
নবীনগরে মাহবুবুল আলমের মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রানীশংকৈলে বিএসএফ এর গুলিতে নিহত -১ মহম্মদপুরে শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন আরব ইটভাটা অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন হোমনায় ওয়ারিশ সনদ জটিলতায়, দুই শিশু সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছে একটি মুক্তিযোদ্ধা পরিবার নবীনগরের বাংগরা বাজারে জনসভা আমি আপনাদের জন্য আমরণ কাজ করে যেতে চাই- বলেন মোঃএবাদুল করিম বুলবুল এমপি প্রধানমন্ত্রীকে গরু উপহার দিতে চান পাকুন্দিয়ার বুলবুল নবীনগরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্রগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাশীপুর তরুণ প্রজন্মের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২৩ অনুষ্ঠিত হয়েছে শেখ হাসিনা শুধু আমার নেত্রী নয়,তিনি আমার কাছে মায়ের সমতুল্য। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে ৪ কেজি ৯৫০ গ্রাম গাঁজা জব্দ

শহিদুলের সীমাহীন অনিয়ম ও দুর্নীতিতে সুনাম হারাচ্ছেন লিডল ইন্টারন্যাশনাল

একজন কোয়ালিটি কন্টোলারের সীমাহীন অনিয়ম ও দূর্ণীতির কারণে সুনাম ক্ষুন্য হচ্ছে আর্ন্তজাতিক একটি ব্যবসা প্রতিষ্ঠনের। কোম্পানির সাইন বোর্ড ব্যবহার করে দেশে ও বিদেশে গড়েতুলেছেন আপরাধের রামরাজত্ব। মো:খাইরুজ্জামান শহিদুল (৪৫) পেশায় চাকুরী জীবি কোয়ালিটি কন্টোলার পদে চাকুরী করেন। দেশের ঠিকানা উত্তরার ৩নং সেক্টরে সুনামধন্য Lidl Asia হল লিডল ইন্টারন্যাশনাল।

২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক মানের এই প্রতিষ্ঠানটির। দীর্ঘদিন সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিলো । শহিদুল দীর্ঘদিন এখানে চাকরী করার ফলে সে এখানে সব বিষয় অবগত আছে। তাই সে অত্যন্ত সুকৌশলে নিজে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তার কাছে কয়েক ডজন মেয়ে আছে তাদের ব্যবহার করে বড় বড় ব্যবসায়ীদের ব্লেকমেইল করে কৌশলে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

সুনামধন্য একটি প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল লোক হয়ে লোকচক্ষুর আড়ালে নারী ব্যবসাসহ ব্ল্যাকমেইলিং করে বড় বড় ব্যবসায়ীদের জিম্মি করে হাতিয়ে নিচ্ছে কাড়ি কাড়ি টাকা। বড় বড় হোটেল ও বার গুলোতে রয়েছে তার বিচরণ। এই প্রতিষ্ঠান কে পুজি করে সে অবৈধ ও অনৈতিক কাজ করে কোম্পানির সুনাম নষ্ট করছে।

এই প্রতিষ্ঠানের রয়েছে অনেক সুনাম ২০০৬সালে প্রতিষ্ঠিত, Lidl Asia হল লিডল ইন্টারন্যাশনালের একটি সোর্সিং হাত, যা জার্মানির সদর দফতরে ডিসকাউন্ট খুচরা বিক্রেতা চেইন। তাদের হংকং অফিসে ৩০ জন লোক থেকে এশিয়ার একটি কেন্দ্রীভূত সাপ্লাই চেইন নেটওয়ার্কে ১০০০ জনেরও বেশি কর্মচারী নিয়ে এই কোম্পানির অপারেশন বেড়েছে। Lidl Asia কোম্পানির রয়েছে সিঙ্গাপুর অফিস যা এশিয়ার সদর দফতর হিসাবে কৌশলগত ভূমিকা পালন করে, সে সাথে হংকং-এ তাদের শাখা অফিস এবং চীন ও বাংলাদেশের আরও অফিসগুলি এই অঞ্চলের মধ্যে Lidl Asia কোম্পানির ব্যবসাকে সমর্থন করে ৷ Lidl Asia কোম্পানির সোর্সিং প্রক্রিয়ার প্রতিটি পর্যায় পরিচালনা করে অন্তর্দৃষ্টি এবং ধারণা থেকে উপলব্ধি, উত্পাদন, গুণমান নিশ্চিতকরণ এবং বিতরণ পর্যন্ত করেন এতো বড় একটি সুনামধন্য প্রতিষ্ঠানে থেকে খাইরুজ্জামান শহিদুল অবৈধ অর্থ, নারী মাদক ও ব্ল্যাকমেইলিং করে অর্থ হাতিয়ে নিচ্ছে। মান সম্মানের ভয়ে অনেকই মুখ খুলতে সাহস পায়না ।

Lidl কোম্পানির নামে কাজের কন্টাক্ট পাইয়ে দিবে বলে হাতিয়ে নিচ্ছে বহু মানুষের মোটা অংকের টাকা সেই অবৈধ টাকা দিয়ে করছেন গাড়ী বাড়ী এমন কি চলছে মদ জুয়া সহ রমরমা নারি নিয়ে ব্যাবসা৷ Lidl Asia পাশাপাশি খাইরুজ্জামান শহিদুলের রয়েছে ব্যক্তিগত অফিস৷ তার সহযোগীতায় আছে আরাফাত,সুমন,নাজমুল৷ তারা Lidl Asia এর নাম ব্যবহার করে কাপড়ে ব্যবসা চালাচ্ছে৷ খাইরুজ্জামান শহিদুলের কর্মকাণ্ড নিয়ে তার প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে জানা যায়। বাংলাদেশে রয়েছে তাদের একাধিক অফিস। অফিসগুলো থেকে এশিয়া অঞ্চলের মধ্যে ব্যবসা পরিচালনা করে থাকেন। কোম্পানিটি অন্তদৃষ্টি এবং ধারনা থেকে উপলব্ধি উৎপাদন গুনগত মান নিশ্চিত করে বিতরন করে থাকে।

লিডল এশিয়া হল। লিডল ইন্টারন্যাশনাল এর একটি সোর্সিং হাত। সহযোগী সংগঠন। জার্মানিতে সদর দপ্তর। কিন্তু সিংগাপুরের শাখা অফিস তা এশিয়ার সদর দপ্তর হিসাবে কার্যক্রম চালায়। জার্মানিতে যাতাযত আছে তার ঐ অফিসের খুচরা ও পাইকারী ডিসকাউন্টের মাধ্যমে বিক্রেতা হিসাবে বিভিন্ন দেশের মার্কেটে সাপ্লাই কাজে কোয়ালিটি যাচাই করে ডেলিভারীর করার কাজ করে। অত্যন্ত কৌশলী শহিদুল প্রতারণা করে অনেক ব্যবসায়ীকে জিম্মি করে রেখেছেন। তাদের কে বাধ্য করছেন তার কথা মতো অর্ডার ও সাপ্লাই কাজ তার মাধ্যমে করতে। এখান থেকে বড় ধরনের একটা কমিশনও হাতিয়ে নেয় সে।লিডেল এর পাশাপাশি শহিদুল নিজের ব্যবসা প্রসারের কাজেই বেশী ব্যস্ত থাকেন। এ সিন্ডিকেটের মূলহোতা শহীদুল তার সহযোগী সুমন নাজমুল, আরাফাত ডজন খানেক সুন্দরী মেয়ে তাদের কাছে। যেখানে যেটা সেখানে সেটাই ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করাই মুলত তার কাজ। ভয় ভীতি দেখানোর জন্য গুন্ডা বাহিনী ও ব্যবহার করে বলে অভিযোগ আছে। নারী আর মাদকের আসক্ত শহিদুলের নারী সাথে অনৈতিক কাজের ভিডিও ফুটেজ ও রয়েছে। সাংবাদিকরা উত্তরা ৩ নং সেক্টরের অফিসে গেলে অফিসের কোন লোকই সাংবাদিকদের সাথে কথা বলতে চাইনা। এবং সে বিভিন্ন অর্ডার পাইয়ে দেয়ার নামে একজনের থেকে প্রিমিয়ো গাড়ি নিয়েছে তার তথ্য প্রমান আছে আমাদের কাছে। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। এ বিষয়ে জানতে চাইলে কোম্পানিটির বাংলাদেশ অফিসের ০১৯৮৮৮৭৮২৫ নাম্বারে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা সিংগাপুর অফিসে আপনাদের অভিযোগ জানাবো। আমরা বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে পারবোনা।

আরো খবর.......
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে মাহবুবুল আলমের মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহিদুলের সীমাহীন অনিয়ম ও দুর্নীতিতে সুনাম হারাচ্ছেন লিডল ইন্টারন্যাশনাল

আপডেট টাইম : ০৪:১৯:৫৬ পূর্বাহ্ণ, সোমবার, ৮ মে ২০২৩

একজন কোয়ালিটি কন্টোলারের সীমাহীন অনিয়ম ও দূর্ণীতির কারণে সুনাম ক্ষুন্য হচ্ছে আর্ন্তজাতিক একটি ব্যবসা প্রতিষ্ঠনের। কোম্পানির সাইন বোর্ড ব্যবহার করে দেশে ও বিদেশে গড়েতুলেছেন আপরাধের রামরাজত্ব। মো:খাইরুজ্জামান শহিদুল (৪৫) পেশায় চাকুরী জীবি কোয়ালিটি কন্টোলার পদে চাকুরী করেন। দেশের ঠিকানা উত্তরার ৩নং সেক্টরে সুনামধন্য Lidl Asia হল লিডল ইন্টারন্যাশনাল।

২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক মানের এই প্রতিষ্ঠানটির। দীর্ঘদিন সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিলো । শহিদুল দীর্ঘদিন এখানে চাকরী করার ফলে সে এখানে সব বিষয় অবগত আছে। তাই সে অত্যন্ত সুকৌশলে নিজে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তার কাছে কয়েক ডজন মেয়ে আছে তাদের ব্যবহার করে বড় বড় ব্যবসায়ীদের ব্লেকমেইল করে কৌশলে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

সুনামধন্য একটি প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল লোক হয়ে লোকচক্ষুর আড়ালে নারী ব্যবসাসহ ব্ল্যাকমেইলিং করে বড় বড় ব্যবসায়ীদের জিম্মি করে হাতিয়ে নিচ্ছে কাড়ি কাড়ি টাকা। বড় বড় হোটেল ও বার গুলোতে রয়েছে তার বিচরণ। এই প্রতিষ্ঠান কে পুজি করে সে অবৈধ ও অনৈতিক কাজ করে কোম্পানির সুনাম নষ্ট করছে।

এই প্রতিষ্ঠানের রয়েছে অনেক সুনাম ২০০৬সালে প্রতিষ্ঠিত, Lidl Asia হল লিডল ইন্টারন্যাশনালের একটি সোর্সিং হাত, যা জার্মানির সদর দফতরে ডিসকাউন্ট খুচরা বিক্রেতা চেইন। তাদের হংকং অফিসে ৩০ জন লোক থেকে এশিয়ার একটি কেন্দ্রীভূত সাপ্লাই চেইন নেটওয়ার্কে ১০০০ জনেরও বেশি কর্মচারী নিয়ে এই কোম্পানির অপারেশন বেড়েছে। Lidl Asia কোম্পানির রয়েছে সিঙ্গাপুর অফিস যা এশিয়ার সদর দফতর হিসাবে কৌশলগত ভূমিকা পালন করে, সে সাথে হংকং-এ তাদের শাখা অফিস এবং চীন ও বাংলাদেশের আরও অফিসগুলি এই অঞ্চলের মধ্যে Lidl Asia কোম্পানির ব্যবসাকে সমর্থন করে ৷ Lidl Asia কোম্পানির সোর্সিং প্রক্রিয়ার প্রতিটি পর্যায় পরিচালনা করে অন্তর্দৃষ্টি এবং ধারণা থেকে উপলব্ধি, উত্পাদন, গুণমান নিশ্চিতকরণ এবং বিতরণ পর্যন্ত করেন এতো বড় একটি সুনামধন্য প্রতিষ্ঠানে থেকে খাইরুজ্জামান শহিদুল অবৈধ অর্থ, নারী মাদক ও ব্ল্যাকমেইলিং করে অর্থ হাতিয়ে নিচ্ছে। মান সম্মানের ভয়ে অনেকই মুখ খুলতে সাহস পায়না ।

Lidl কোম্পানির নামে কাজের কন্টাক্ট পাইয়ে দিবে বলে হাতিয়ে নিচ্ছে বহু মানুষের মোটা অংকের টাকা সেই অবৈধ টাকা দিয়ে করছেন গাড়ী বাড়ী এমন কি চলছে মদ জুয়া সহ রমরমা নারি নিয়ে ব্যাবসা৷ Lidl Asia পাশাপাশি খাইরুজ্জামান শহিদুলের রয়েছে ব্যক্তিগত অফিস৷ তার সহযোগীতায় আছে আরাফাত,সুমন,নাজমুল৷ তারা Lidl Asia এর নাম ব্যবহার করে কাপড়ে ব্যবসা চালাচ্ছে৷ খাইরুজ্জামান শহিদুলের কর্মকাণ্ড নিয়ে তার প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে জানা যায়। বাংলাদেশে রয়েছে তাদের একাধিক অফিস। অফিসগুলো থেকে এশিয়া অঞ্চলের মধ্যে ব্যবসা পরিচালনা করে থাকেন। কোম্পানিটি অন্তদৃষ্টি এবং ধারনা থেকে উপলব্ধি উৎপাদন গুনগত মান নিশ্চিত করে বিতরন করে থাকে।

লিডল এশিয়া হল। লিডল ইন্টারন্যাশনাল এর একটি সোর্সিং হাত। সহযোগী সংগঠন। জার্মানিতে সদর দপ্তর। কিন্তু সিংগাপুরের শাখা অফিস তা এশিয়ার সদর দপ্তর হিসাবে কার্যক্রম চালায়। জার্মানিতে যাতাযত আছে তার ঐ অফিসের খুচরা ও পাইকারী ডিসকাউন্টের মাধ্যমে বিক্রেতা হিসাবে বিভিন্ন দেশের মার্কেটে সাপ্লাই কাজে কোয়ালিটি যাচাই করে ডেলিভারীর করার কাজ করে। অত্যন্ত কৌশলী শহিদুল প্রতারণা করে অনেক ব্যবসায়ীকে জিম্মি করে রেখেছেন। তাদের কে বাধ্য করছেন তার কথা মতো অর্ডার ও সাপ্লাই কাজ তার মাধ্যমে করতে। এখান থেকে বড় ধরনের একটা কমিশনও হাতিয়ে নেয় সে।লিডেল এর পাশাপাশি শহিদুল নিজের ব্যবসা প্রসারের কাজেই বেশী ব্যস্ত থাকেন। এ সিন্ডিকেটের মূলহোতা শহীদুল তার সহযোগী সুমন নাজমুল, আরাফাত ডজন খানেক সুন্দরী মেয়ে তাদের কাছে। যেখানে যেটা সেখানে সেটাই ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করাই মুলত তার কাজ। ভয় ভীতি দেখানোর জন্য গুন্ডা বাহিনী ও ব্যবহার করে বলে অভিযোগ আছে। নারী আর মাদকের আসক্ত শহিদুলের নারী সাথে অনৈতিক কাজের ভিডিও ফুটেজ ও রয়েছে। সাংবাদিকরা উত্তরা ৩ নং সেক্টরের অফিসে গেলে অফিসের কোন লোকই সাংবাদিকদের সাথে কথা বলতে চাইনা। এবং সে বিভিন্ন অর্ডার পাইয়ে দেয়ার নামে একজনের থেকে প্রিমিয়ো গাড়ি নিয়েছে তার তথ্য প্রমান আছে আমাদের কাছে। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। এ বিষয়ে জানতে চাইলে কোম্পানিটির বাংলাদেশ অফিসের ০১৯৮৮৮৭৮২৫ নাম্বারে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা সিংগাপুর অফিসে আপনাদের অভিযোগ জানাবো। আমরা বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে পারবোনা।