আসামি বাদশা মিয়া গ্রেফতার
- আপডেট টাইম : ০৫:১৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
- / ১৭২ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জের ভৈরবে ধর্ষণ মামলার অভিযোগে বাদশা মিয়া (৩৬) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত বাদশা মিয়া উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ইমামেরচর গ্রামের রুস্তম আলীর ছেলে।
ধর্ষণ মামলার আসামি বাদশা মিয়া ১৫ বছর পলাতক থাকায় তার বিরুদ্ধে ভৈরব থানায় একটি গ্রেফতার পরোয়ানা হয়।
পুলিশ সূত্রে জানাযায়, ২০০৮ সালে বাদশা মিয়া এক নারীকে ধর্ষণ করে সৌদী আরবে পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে থানায় মামলা হলে মামলাটি চার্জশীট দেয় পুলিশ। এঘটনায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করে। ১৫ বছর পলাতক থেকে এবারের ঈদে সে বাড়ীতে আসলে পুলিশ খবর পেয়ে
(৪মে) বুধবার মধ্যরাতে তাকে তার বাসা থেকে গ্রেফতার করে।
এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, বাদশার বিরুদ্ধে ২০০৮ সালে ধর্ষণ মামলায় জড়িত থাকার অভিযোগ ছিল এই মামলায় গ্রেফতার পুরোয়ানা হওয়ায় তাকে
বুধবার গভীর রাতে নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আজ সকালে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়