কিশোরগঞ্জ জেলার উজান ভাটি মিলিত হাওরের সংযোগ বালিখলা ফেরিঘাট সীমাহীন জনদুর্ভোগ
- আপডেট টাইম : ১১:১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
- / ১৭৮ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বালিখলা ফেরিঘাট ওইটনা, মিঠামইন , অষ্টগ্রাম,হাওরের অল ওয়েদার সংযোগ সড়ক এখন জনদুর্ভোগের আখড়ায় পরিণত হয়েছে। এতে ইটনা, মিঠামইন,অষ্টগ্রাম,হাওরে উৎপাদিত বোর মৌসুমে ধান জেলা শহরসহ দেশের অন্যান্য স্থানে পাঠাতে কৃষক ও ব্যবসায়ীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
৪রা (মে )রোজ বৃহস্পতিবার সরজমিনে ঘুরে দেখা যায় ফেরিঘাটের দুপাশের সংযোগ সড়কের বেহাল দশা। রাস্তাঘাট কাঁচা ও ছোট বড় গর্তে ভরা। ফেরিঘাটে সকালের দিকে ভিড় কিছুটা কম থাকলেও সময় বাড়ার সাথে সাথে বেড়ে যায় পণ্যবাহী যানসহ বিভিন্ন পরিবহনের চাপ। এই ঘাট দিয়েই হাওরের ধান সহ অন্যান্য মালামাল পরিবহন করা হয়।ধানসহ অন্যান্য মালামাল বহনকারী স্থানীয়ভাবে তৈরি ইঞ্জিনচালিত ট্রাক্টর,টমটমসহ বিভিন্ন পরিবহনের নেই কোন ফিটনেস।এসব গাড়ির মালামাল ধারণ ক্ষমতা নিয়ন্ত্রনের নেই কোন ব্যবস্থা।এসব গাড়ি নিয়ম না মেনে অধিক মালামাল নিয়ে ঝুঁকিপূর্ণভাবে ফেরিতে চলাচল করছে।আর এসব কারণেই প্রায়শই বিভিন্ন দূর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের নজরদারির অভাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুপস্থিতির কারণে জনদুর্ভোগের মাত্রা আরো বেড়েছে বলে মনে করেন এলাকাবাসী ও সাধারণ যাত্রীরা।
করিমগঞ্জ উপজেলার বালিখলা ফেরিঘাটে সরকারিভাবে দুটি ফেরি চলাচলের কথা থাকলেও একটি ফেরি চলাচল করে। গতবছরের ডিসেম্বর মাসে কতৃপক্ষ দুটি ফেরি চালুর আশ্বাস দিলেও বাস্তবায়িত হয়নি এখন পর্যন্ত। ফেরিঘাটের উজানে ট্রাফিক জ্যামে আটকে থাকা যাত্রীবাহী গাড়ি ও অন্যান্য যানবাহন ঘন্টার পর ঘন্টা আটকে থাকা নিত্যনৈমিত্তিক চিত্র। এসময় সাধারণ মানুষের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোন মাথাব্যথা। জানাগেছে, কিশোরগঞ্জের হাওর অঞ্চলের তিন উপজেলায় বছরের ছয়মাস শুস্ক মৌসুমে পাঁচটি ফেরি চলাচলের কথা থাকলেও চলাচল করছে মাত্র দুইটি। বর্ষাকালে মানুষের যাতায়াতের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর মিঠামইন করিমগঞ্জ ও ইটনা করিমগঞ্জে নদী পারাপারের পাঁচটি ফেরি চালু করার কথা থাকলেও আজো বাস্তবায়িত হয়নি আশ্বাসের। এবছর বিশাল আয়তন মিঠামইন হাওরে ধানের বাম্পার ফলন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও কিশোরগঞ্জ ০৪ আসনের সাংসদ প্রকৌশলী রেজওয়ান আহম্মদ তৌফিক’র তত্ত্বাবধানে জেলা আওয়ামীলীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাটা ধান শহরে পরিবহন করে আনতে চরম বিড়ম্বনায় পড়ছে কৃষক সহ ব্যবসায়ীরা। মিঠামইন,ইটনা, অষ্টগ্রাম,হাওরের ধান দেশের বিভিন্ন জায়গায় নিরাপদে দ্রুতসময়ে পৌঁছে দিতে আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো জরুরি হয়ে পড়েছে বলে দাবি জানান হাওরবাসি।
এলাকাবাসী মনে করেন, বালিখলা ফেরিঘাট তাদের কাছে আশির্বাদ স্বরুপ।এই ফেরিঘাটের সংযোগ সড়ক পাকা করা ও অল ওয়েদার সড়কসহ ফেরিঘাটকে সুশৃঙ্খল করা এখন সময়ের দাবি। ফেরিঘাটে বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে হাওরে উৎপাদিত সোনার ফসল ধানের বাম্পার ফলন হলেও কোন সুফল বয়ে আনবে না বলে এলাকাবাসী জানান।