টুংগীর পাপিয়া খ্যাত সুলতানা শোভার ও তার স্বামীর বিরুদ্ধে মামলা
- আপডেট টাইম : ১০:০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ১৯৪ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরের টুংগী পুর্ব থানাধীন মধ্য আরিচপুর নতুন বাজার,বাসা নং ৩/১,রহিম উদ্দিন সড়কের বাসিন্দা সুলতানা শোভা,পিতাঃ শেখ মোঃ শহিদুল্লা ও তার স্বামী গিয়াস উদ্দিন পিতাঃমোঃ আবু তাহের, বসবাস করেন। সুলতানা শোভা দীর্ঘদিন যাবত অবৈধ কাজের সংগে জড়িত। তিনি নিজেও নেশার সংগে জড়িত এবং নেশা দ্রব্য বিক্রি করে অঢেল টাকা মালিক হয়েছেন। সাথে সাথে চলছে বিভিন্ন মানুষের সাথে সখ্যতা তৈরি করে প্রতারণা করা।
ইতোমধ্যে একজন বীরমুক্তিযোদ্ধার সন্তানকে পথে বসিয়েছেন। তার নাম এম এ কাদের। তিনি জয়দেবপুর বসবাস করেন।
যৌথ ব্যবসার কথা বলে টাকা নিয়ে এখন বিভিন্ন টালবাহানা করছে।ভুক্তভোগী নিরুপায় হয়ে গাজীপুর (জিএমপি)
আদালতের শরণাপন্ন হয়েছেন,মামলাও করেছেন যার নং সিআর মামলা নং ১৫৫/২৩।
এই মামলায় গতকাল জামিন নিতে গেলে ২নং আসামি গিয়াস উদ্দিন আটক হয়।সুলতানা শোভা মিথ্যে নাটক তৈরি করে জামিন লাভ করেন।
কে এই সুলতানা শোভা?? বিশিষ্ট সাংবাদিক শেখ মোঃ শহিদুল্লাহর মেয়ে সুলতানা শোভা। শেখ মোহ শহিদুল্লা বাসস এ কর্মরত আছেন।
সুলতানা শোভা বিরুদ্ধে শতশত অভিযোগ রয়েছে। দেহ ব্যবসা থেকে শুরু করে সব ব্যবসাই তিনি করেন।
তিনি বিভিন্ন মানুষের কাছে পরিচয় দেন আমি গাজীপুর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক।তার এই অপকর্মের কারনে ইতোমধ্যেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিগত ২৮ জানুয়ারী২০২৩ খ্রী: ইং তারিখে দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইন ভার্সন এবং পত্রিকায় ( প্রিন্ট) প্রকাশিত হয়েছে। গাজীপুর মহানগর আওয়ামী যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক অন্যায় অপকর্মে অপ্রতিরোধ্য লিপ্ত থাকায় এবং শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের কারনে,অনুপুঙ্খ বিশ্লেষণ করিয়া দল থেকে বহিস্কৃত অর্থাৎ গাজীপুর মহানগর আওয়ামী যুব মহিলা লীগ থেকে বহিষ্কার করা হয়েছে সুলতানা শোভাকে।
সুলতানা শোভা রাজধানীর কাওরান বাজার, ঢাকা, উত্তরাসহ বিভিন্ন এলাকার অভিজাত হোটেল ভাড়া করে দেহ ব্যবসা করেন। এসব অপকর্মের সত্যতা যাচাই-বাছাই করে, অনুসন্ধানী প্রতিবেদন ,গত ২৮ জানুয়ারী ২০২৩ ইং তারিখে দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইন ভার্সন এ খবর ছাপানো হয়েছে। এছাড়া সুলতানা শোভার অপকর্মের বিরুদ্ধে ইতিপূর্বে দৈনিক জনকণ্ঠ পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পোর্টাল এ সংবাদ প্রকাশিত হয়েছে।