মহান মে দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ১১:২৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / ১১৩ ৫০০০.০ বার পাঠক
-তথ্য মতে-আজ ০১ লা মে ২০২৩ খ্রিঃ, ১৮ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ সকাল ০৮:৩০ ঘটিকায় মহান মে দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বেলুন, ফেস্টুন উড্ডয়ন এবং অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রম অধিদপ্তর ও জেলা প্রশাসন, খুলনার আয়োজনে “শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’’ মহান মে দিবসের এ প্রতিপাদ্যেকে সামনে রেখে অনুষ্ঠিত মিছিল নগরীর রুপসা বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শেষে শ্রম অধিদপ্তর, খুলনার কার্যালয়ে এসে শেষ হয়।
মহান মে দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্য আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জনাব মোঃ শহিদুল ইসলাম; কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ সাজিদ হোসেন।
উক্ত আলোচনা সভায় মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব শেখ সৈয়দ আলী; বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জনাব শেখ আব্দুল বাকী এবং শ্রমিক পক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বিএম জাফর; জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক জনাব রঞ্জিত কুমার ঘোষ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রম দপ্তর খুলনার বিভাগীয় পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান।
এছাড়াও খুলনা মহানগরী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সরকারী ও বেসরকারী প্রশাসনিক শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং মালিক-শ্রমিক নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।