সংবাদ শিরোনাম ::
শ্রমিক সংকট ও অধিক শ্রমমূল্যের কারণে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এক বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিলেন
গাইবান্ধা প্রতিনিধি
- আপডেট টাইম : ০৩:২৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / ৩২৫ ৫০০০.০ বার পাঠক
শ্রমিক সংকট ও অধিক শ্রমমূল্যের কারণে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের কর্মীরা এক বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিলেন । আজ বেলা ১১টায় উপজেলার চানপুর খলসি গ্রামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান উপস্থিত থেকে তাদের উৎসাহ প্রদান করেন। এসময় তিনি নিজেও ধান কাটায় অংশ নেন। গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের চানপুর খলসি গ্রামের বিধবা শাহানারা বেগম জানান, শ্রমিক সংকটের কারণে শ্রমমূল্য বেশী হওয়ায় অর্থ অভাবে কাটতে না পারায় জমিতেই ধান নষ্ট হওয়া আশংকা দেখা দিয়ে ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ কর্মীরা ধান কেটে ঘরে তুলে দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রীর নির্দেশে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠন।
আরো খবর.......