গোপালগঞ্জে টুংগিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
- আপডেট টাইম : ০৩:২২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / ১৪১ ৫০০০.০ বার পাঠক
আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
আজ (২৬ এপ্রিল) সকালে বঙ্গভবন থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পদ্মা সেতু হয়ে দুপুর পৌনে ১টার দিকে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান। এ সময় আওয়ামী লীগ নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুপুর ১২টা ৫০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়ার সময় বেজে ওঠে বিগউলে সুর।
বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করেন বিশেষ মোনাজাত করেন রাষ্ট্রপতি। এরপর রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে রাখা পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে তার সহধর্মিণী রেবেকা সুলতানা, ছেলে মো. আরশাদ আদনান, ভাই সাঈদ ইকবাল, দুই নাতি মো. তাহমিদ আদনান ও মো. তাহসিন আদনানসহ পরিবারের অন্য সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলালউদ্দিন, খলুনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহিদ উল্লা খন্দকার, প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম, গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম ফোরকান আলীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। এ সময় আওয়ামী লীগের নেতারা রাষ্ট্রপতির আগমনে স্লোগানে স্লোগানে তাকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতির হাত ধরে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর ভিশন এগিয়ে যাবে বলে নেতারা জানান।