ময়মনসিংহে সাব রেজিষ্ট্রি অফিসে দলিল গায়েব! নাটকীয় ভাবে উদ্ধার
- আপডেট টাইম : ০৭:১৫:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
- / ১৬১ ৫০০০.০ বার পাঠক
ময়মনসিংহে সাব রেজিষ্ট্রি অফিসে গায়েব হওয়া দলিল নাটকীয়ভাবে উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে। সদর সাব রেজিষ্ট্রি অফিসের নকল নবিশ খানা থেকে বালাম বহিতে নকল নবিশ তৌফিক আহম্মেদের দলিল নং ২৪৩৯/১৮ অর্ধাংশ লিপিবদ্ধ করার পর মূল দলিল গায়েব হয়ে এক সপ্তাহ পর উদ্ধার হয় বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৬ এপ্রিল ২০২৩) তারিখ উক্ত দলিল খানা বালাম বইয়ের ভিতরে রেখে সদর সাব রেজিষ্ট্রি অফিসের নিচতলায় রেকর্ড রুমের কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হয়। শুক্র, শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ৯ এপ্রিল রবিবার সকালে নকল নবিশ তৌফিক আহম্মেদ কর্তৃপক্ষের নিকট থেকে বালাম বহি বুঝে নেওয়ার সময় দেখতে পায় ২৪৩৯/১৮নং দলিলটি ভিতরে নাই।
এ বিষয়ে জেলা রেজিস্ট্রারসহ প্রধান সহকারীকে অবহিত করা হয়। সিনিয়র নকল নবিশ আমিনুল ইসলাম থানায় জিডি করার প্রেক্ষিতে থানা পুলিশ তৎপর হয়ে শাহাবুদ্দিনকে খোঁজ করতে থাকে, নাটকীয় ভাবে কুরিয়ার সার্ভিস থেকে দলিলের ফটোকপি পার্সেল হস্তগত হয়। এসএ পরিবহনের ভিডিও ফুটেজ থেকে প্রেরককে সনাক্ত করা হয়। নকল নবিশ শাহাবুদ্দিন মূল দলিলটি চুরি করে নিজের কাছে রেখে ফটোকপি পার্সেল করে বলে পুলিশের নিকট স্বীকার করে।
এ বিষয়ে (১৬ এপ্রিল ২০২৩) তারিখ তিন সদস্য সাংবাদিক প্রতিনিধি দল জেলা রেজিস্ট্রার এর নিকট জানতে চাইলে তিনি বলেন, চোর সনাক্ত করা হয়েছে, বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও বিভিন্ন অনিয়ম দুর্নীতি বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কারো বিরুদ্ধে এমন কোন অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। (চলমান)।