ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
শিক্ষা উপদেষ্টার অনুরোধে সাড়া দেয়নি কুয়েট শিক্ষার্থীরা, অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা আদালতে শুনানিতে পলক ৫ আগস্ট সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাফুফের নিবন্ধন লাভ করেছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি কোস্ট গার্ডের আয়োজনে নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা রুলার সরকার না থাকায় ব্যবসায়ীরা বিভিন্ন রকম অসুবিধায় রয়েছে।। ঠাকুরগাঁওয়ে ভার্চুয়ালি মির্জা ফখরুল ইসলাম ৫ আগস্টের পর সব রাজবন্দি মুক্তি পেলেন, আজহার পেলেন না এবার করা হলো শ্রমিকদের আইনি সুরক্ষা ও জাতীয় ন্যূনতম মজুরির সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন কাকরাইল আগুরাগলি এলাকায় মজুমদার ভিলা—৯৪ নং আবাসিক ভবন রাজউক কর্তক অবৈধ নকশায় নির্মাণ করার প্রমাণিত হওয়ায় মালিককে চিঠি পর্ব ২ শ্রীপুরে ওসি’র ঘুষ লেনদেনের অডিও ভাইরাল গুলশানে র‍্যাবের ক্যাশিয়ার শাহ আলমের ইস্পায় গড়ে তুলেছে অপরাধের আখড়া। পর্ব ২

মাদক বিরোধী অভিযান সময় র‍্যাব সদস্যের (কনস্টেবল ইদ্রিস)  নিহত

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৬:২৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
  • / ৪৯৮ ৫০০০.০ বার পাঠক

সময়ের কন্ঠ রিপোর্টার।।

গত ১৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখ ভোর ৫.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে,টঙ্গী হতে ৩০ কেজি গাঁজা নিয়ে একটি মাদকের চালান গাজীপুরের  মাওনা হয়ে ময়মনসিংহ যাচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর এক আভিযানিক দল  পোড়াবাড়ী ক্যাম্পের সামনে একটি চেকপোস্ট স্থাপন করে। সন্দেহজনক একটি ট্রাককে (ঢাকা মেট্রো ড ১৪-৩৫৮১) চেকপোষ্টে থামার জন্য ১৪ ফেব্রুয়ারি ২০২১ইং তারিখ সকাল ০৬.৩০ ঘটিকায় সংকেত দওয়া হয় এ কিন্তু, ট্রাকটি সংকেত অমান্য করে চলে যায়।

এমতাবস্থায়, ঘটনাস্থলে উপস্থিত *র‍্যাব সদস্য বিপি নং-৯২১১১৪৮১০২  কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) (গ্রাম ও ডাক-কেল্লাই, উপজেলা- ঘিওর, জেলা- মানিকগঞ্জ। মাতৃ ইউনিট – টাংগাইল জেলা পুলিশ)* ও সিনিয়র ডিএডি মোঃ গোলাম মোস্তফা মটর সাইকেল নিয়ে ট্রাকের পিছনে ধাওয়া করে। ট্রাকটি বাঘের বাজার পৌছে চলন্ত অবস্থায় মটর সাইকেলের সামনে এক বস্তা গাঁজা রাস্তার উপরে ফেলে ধাওয়ারত র‍্যাব সদস্যদের হত্যার চেষ্টা করে। এমতাবস্থায় মটর সাইকেলের দ্বিতীয় আসনধারী ডিএডি মোঃ গোলাম মোস্তফা গাঁজা রাস্তা হতে সংগ্রহ করে উক্ত স্থানে থেকে যায়। ডিএডি মোঃ গোলাম মোস্তফাকে রেখে মটর সাইকেল চালক কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) একাই ট্রাকের পিছনে অনুসরন করে এবং তার পিছনে র‌্যাবের একটি মাইক্রোবাস ট্রাকের পিছনে অনুসরন করতে থাকে। মটর সাইকেল নিয়ে কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) গাজীপুর পার হয়ে ভালুকার দিকে কোকাকোলা ফ্যাক্টরীর বিপরীতে ৫/৬ কিঃ মিঃ এসে ট্রাকটির গতিরোধ করে। মাদকবাহী ট্রাক চালক, কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮)’কে হত্যার উদ্দেশ্যে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলেই কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) মৃত্যু বরণ করেন এবং মটর সাইকেলটি দুমড়ে মুচড়ে  যায়। ঘাতক ট্রাকটি সিডষ্টোর, ভালুকা, ময়মনসিংহ এলাকা হতে আটক করা হয় এবং ট্রাকটির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ জেলার *ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে*। ঘাতক ট্রাকটির ড্রাইভার ও হেলপারকে আটকের অভিযান চলমান রয়েছে।র‍্যাব ক্যাম্পে বিকাল ৫.৩০ ঘটিকায় জানাজা শেষে তার গ্রামের বাড়িতে মাদকের বিরুদ্ধে শহীদ মোঃইদ্রিস মোল্লার লাশ প্রেরণ করা হবে। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। সকলে দোয়া করবেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মাদক বিরোধী অভিযান সময় র‍্যাব সদস্যের (কনস্টেবল ইদ্রিস)  নিহত

আপডেট টাইম : ০৬:২৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১

সময়ের কন্ঠ রিপোর্টার।।

গত ১৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখ ভোর ৫.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে,টঙ্গী হতে ৩০ কেজি গাঁজা নিয়ে একটি মাদকের চালান গাজীপুরের  মাওনা হয়ে ময়মনসিংহ যাচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর এক আভিযানিক দল  পোড়াবাড়ী ক্যাম্পের সামনে একটি চেকপোস্ট স্থাপন করে। সন্দেহজনক একটি ট্রাককে (ঢাকা মেট্রো ড ১৪-৩৫৮১) চেকপোষ্টে থামার জন্য ১৪ ফেব্রুয়ারি ২০২১ইং তারিখ সকাল ০৬.৩০ ঘটিকায় সংকেত দওয়া হয় এ কিন্তু, ট্রাকটি সংকেত অমান্য করে চলে যায়।

এমতাবস্থায়, ঘটনাস্থলে উপস্থিত *র‍্যাব সদস্য বিপি নং-৯২১১১৪৮১০২  কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) (গ্রাম ও ডাক-কেল্লাই, উপজেলা- ঘিওর, জেলা- মানিকগঞ্জ। মাতৃ ইউনিট – টাংগাইল জেলা পুলিশ)* ও সিনিয়র ডিএডি মোঃ গোলাম মোস্তফা মটর সাইকেল নিয়ে ট্রাকের পিছনে ধাওয়া করে। ট্রাকটি বাঘের বাজার পৌছে চলন্ত অবস্থায় মটর সাইকেলের সামনে এক বস্তা গাঁজা রাস্তার উপরে ফেলে ধাওয়ারত র‍্যাব সদস্যদের হত্যার চেষ্টা করে। এমতাবস্থায় মটর সাইকেলের দ্বিতীয় আসনধারী ডিএডি মোঃ গোলাম মোস্তফা গাঁজা রাস্তা হতে সংগ্রহ করে উক্ত স্থানে থেকে যায়। ডিএডি মোঃ গোলাম মোস্তফাকে রেখে মটর সাইকেল চালক কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) একাই ট্রাকের পিছনে অনুসরন করে এবং তার পিছনে র‌্যাবের একটি মাইক্রোবাস ট্রাকের পিছনে অনুসরন করতে থাকে। মটর সাইকেল নিয়ে কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) গাজীপুর পার হয়ে ভালুকার দিকে কোকাকোলা ফ্যাক্টরীর বিপরীতে ৫/৬ কিঃ মিঃ এসে ট্রাকটির গতিরোধ করে। মাদকবাহী ট্রাক চালক, কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮)’কে হত্যার উদ্দেশ্যে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলেই কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) মৃত্যু বরণ করেন এবং মটর সাইকেলটি দুমড়ে মুচড়ে  যায়। ঘাতক ট্রাকটি সিডষ্টোর, ভালুকা, ময়মনসিংহ এলাকা হতে আটক করা হয় এবং ট্রাকটির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ জেলার *ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে*। ঘাতক ট্রাকটির ড্রাইভার ও হেলপারকে আটকের অভিযান চলমান রয়েছে।র‍্যাব ক্যাম্পে বিকাল ৫.৩০ ঘটিকায় জানাজা শেষে তার গ্রামের বাড়িতে মাদকের বিরুদ্ধে শহীদ মোঃইদ্রিস মোল্লার লাশ প্রেরণ করা হবে। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। সকলে দোয়া করবেন।