ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
সংবাদ শিরোনাম ::
হাজির হাট বাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী মনিরুল ইসলামের ওয়াদা ভঙ্গর অভিযোগ উঠেছে পর্যটন দিবসে উপলক্ষে কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব Gay anonymous hookups – what you should know 2022’s 11 Must-Try Milwaukee Dating Apps To Improve Your Own Personal Lifetime ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের মাঝে আস্থার জায়গা তৈরি করছে, বলেছে। আইজিপি মিটিং হওয়ার পূর্বেই হিতৈষী ও দাতা সদস্য নিয়োগ গোবিন্দগঞ্জে ছিনতাই হওয়া অটোভ্যান উদ্ধার- গ্রেফতার ১ রামপালে নমিনেশন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদারের লিফলেট বিতরণ ও পথসভা শুভ জন্মদিন ছেলের হাতে বাবা খুন”চট্টগ্রামে ৮ খন্ড লাশ উদ্ধারের রহস্য উদঘাটন করেছে-পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)

মাদক বিরোধী অভিযান সময় র‍্যাব সদস্যের (কনস্টেবল ইদ্রিস)  নিহত

  • সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৬:২৩:০৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১
  • ৩৩৩ ০.০০০০ বার পাঠক

সময়ের কন্ঠ রিপোর্টার।।

গত ১৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখ ভোর ৫.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে,টঙ্গী হতে ৩০ কেজি গাঁজা নিয়ে একটি মাদকের চালান গাজীপুরের  মাওনা হয়ে ময়মনসিংহ যাচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর এক আভিযানিক দল  পোড়াবাড়ী ক্যাম্পের সামনে একটি চেকপোস্ট স্থাপন করে। সন্দেহজনক একটি ট্রাককে (ঢাকা মেট্রো ড ১৪-৩৫৮১) চেকপোষ্টে থামার জন্য ১৪ ফেব্রুয়ারি ২০২১ইং তারিখ সকাল ০৬.৩০ ঘটিকায় সংকেত দওয়া হয় এ কিন্তু, ট্রাকটি সংকেত অমান্য করে চলে যায়।

এমতাবস্থায়, ঘটনাস্থলে উপস্থিত *র‍্যাব সদস্য বিপি নং-৯২১১১৪৮১০২  কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) (গ্রাম ও ডাক-কেল্লাই, উপজেলা- ঘিওর, জেলা- মানিকগঞ্জ। মাতৃ ইউনিট – টাংগাইল জেলা পুলিশ)* ও সিনিয়র ডিএডি মোঃ গোলাম মোস্তফা মটর সাইকেল নিয়ে ট্রাকের পিছনে ধাওয়া করে। ট্রাকটি বাঘের বাজার পৌছে চলন্ত অবস্থায় মটর সাইকেলের সামনে এক বস্তা গাঁজা রাস্তার উপরে ফেলে ধাওয়ারত র‍্যাব সদস্যদের হত্যার চেষ্টা করে। এমতাবস্থায় মটর সাইকেলের দ্বিতীয় আসনধারী ডিএডি মোঃ গোলাম মোস্তফা গাঁজা রাস্তা হতে সংগ্রহ করে উক্ত স্থানে থেকে যায়। ডিএডি মোঃ গোলাম মোস্তফাকে রেখে মটর সাইকেল চালক কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) একাই ট্রাকের পিছনে অনুসরন করে এবং তার পিছনে র‌্যাবের একটি মাইক্রোবাস ট্রাকের পিছনে অনুসরন করতে থাকে। মটর সাইকেল নিয়ে কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) গাজীপুর পার হয়ে ভালুকার দিকে কোকাকোলা ফ্যাক্টরীর বিপরীতে ৫/৬ কিঃ মিঃ এসে ট্রাকটির গতিরোধ করে। মাদকবাহী ট্রাক চালক, কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮)’কে হত্যার উদ্দেশ্যে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলেই কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) মৃত্যু বরণ করেন এবং মটর সাইকেলটি দুমড়ে মুচড়ে  যায়। ঘাতক ট্রাকটি সিডষ্টোর, ভালুকা, ময়মনসিংহ এলাকা হতে আটক করা হয় এবং ট্রাকটির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ জেলার *ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে*। ঘাতক ট্রাকটির ড্রাইভার ও হেলপারকে আটকের অভিযান চলমান রয়েছে।র‍্যাব ক্যাম্পে বিকাল ৫.৩০ ঘটিকায় জানাজা শেষে তার গ্রামের বাড়িতে মাদকের বিরুদ্ধে শহীদ মোঃইদ্রিস মোল্লার লাশ প্রেরণ করা হবে। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। সকলে দোয়া করবেন।

আরো খবর.......
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজির হাট বাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী মনিরুল ইসলামের ওয়াদা ভঙ্গর অভিযোগ উঠেছে

মাদক বিরোধী অভিযান সময় র‍্যাব সদস্যের (কনস্টেবল ইদ্রিস)  নিহত

আপডেট টাইম : ০৬:২৩:০৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১

সময়ের কন্ঠ রিপোর্টার।।

গত ১৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখ ভোর ৫.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে,টঙ্গী হতে ৩০ কেজি গাঁজা নিয়ে একটি মাদকের চালান গাজীপুরের  মাওনা হয়ে ময়মনসিংহ যাচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর এক আভিযানিক দল  পোড়াবাড়ী ক্যাম্পের সামনে একটি চেকপোস্ট স্থাপন করে। সন্দেহজনক একটি ট্রাককে (ঢাকা মেট্রো ড ১৪-৩৫৮১) চেকপোষ্টে থামার জন্য ১৪ ফেব্রুয়ারি ২০২১ইং তারিখ সকাল ০৬.৩০ ঘটিকায় সংকেত দওয়া হয় এ কিন্তু, ট্রাকটি সংকেত অমান্য করে চলে যায়।

এমতাবস্থায়, ঘটনাস্থলে উপস্থিত *র‍্যাব সদস্য বিপি নং-৯২১১১৪৮১০২  কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) (গ্রাম ও ডাক-কেল্লাই, উপজেলা- ঘিওর, জেলা- মানিকগঞ্জ। মাতৃ ইউনিট – টাংগাইল জেলা পুলিশ)* ও সিনিয়র ডিএডি মোঃ গোলাম মোস্তফা মটর সাইকেল নিয়ে ট্রাকের পিছনে ধাওয়া করে। ট্রাকটি বাঘের বাজার পৌছে চলন্ত অবস্থায় মটর সাইকেলের সামনে এক বস্তা গাঁজা রাস্তার উপরে ফেলে ধাওয়ারত র‍্যাব সদস্যদের হত্যার চেষ্টা করে। এমতাবস্থায় মটর সাইকেলের দ্বিতীয় আসনধারী ডিএডি মোঃ গোলাম মোস্তফা গাঁজা রাস্তা হতে সংগ্রহ করে উক্ত স্থানে থেকে যায়। ডিএডি মোঃ গোলাম মোস্তফাকে রেখে মটর সাইকেল চালক কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) একাই ট্রাকের পিছনে অনুসরন করে এবং তার পিছনে র‌্যাবের একটি মাইক্রোবাস ট্রাকের পিছনে অনুসরন করতে থাকে। মটর সাইকেল নিয়ে কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) গাজীপুর পার হয়ে ভালুকার দিকে কোকাকোলা ফ্যাক্টরীর বিপরীতে ৫/৬ কিঃ মিঃ এসে ট্রাকটির গতিরোধ করে। মাদকবাহী ট্রাক চালক, কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮)’কে হত্যার উদ্দেশ্যে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলেই কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) মৃত্যু বরণ করেন এবং মটর সাইকেলটি দুমড়ে মুচড়ে  যায়। ঘাতক ট্রাকটি সিডষ্টোর, ভালুকা, ময়মনসিংহ এলাকা হতে আটক করা হয় এবং ট্রাকটির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ জেলার *ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে*। ঘাতক ট্রাকটির ড্রাইভার ও হেলপারকে আটকের অভিযান চলমান রয়েছে।র‍্যাব ক্যাম্পে বিকাল ৫.৩০ ঘটিকায় জানাজা শেষে তার গ্রামের বাড়িতে মাদকের বিরুদ্ধে শহীদ মোঃইদ্রিস মোল্লার লাশ প্রেরণ করা হবে। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। সকলে দোয়া করবেন।