ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
সংবাদ শিরোনাম ::
ডাব চু’রি করতে গিয়ে গাছের উপরই অজ্ঞান কিশোর, ছয় ঘণ্টা পর উদ্ধার গোবিন্দগন্জে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার ধান ও পাট বীজ এবং সার বিতরণ জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, মুক্তাগাছা বেগুনবাড়ী সহ টাঙ্গাইলের কালিহাতীতে, মহা অষ্টমী স্নান উৎসব পালিত ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু কেন্দ্রীয় সরকারের রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতা ও বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন অভিষেক ব্যানার্জী দেশে প্রথমবারের মতো ভূমি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাশিমপুরে খাঁশ জমি দখলের অন্যতম সহযোগী সার্ভেয়ার রফিক ও দখলরাজ সন্ত্রাস বাহিনীর প্রধান রমজান আলী গং ভারতের রাষ্ট্রপতি, রাজভবন কে জন রাজভবনের জন্য চাবি তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বস্তুনিষ্ঠ লেখনিতেই ছড়িয়ে পড়ে পরিচিতি, গড়ে ওঠে পাঠকের আস্থা নাজিরপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন

মাদক বিরোধী অভিযান সময় র‍্যাব সদস্যের (কনস্টেবল ইদ্রিস)  নিহত

সময়ের কন্ঠ রিপোর্টার।।

গত ১৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখ ভোর ৫.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে,টঙ্গী হতে ৩০ কেজি গাঁজা নিয়ে একটি মাদকের চালান গাজীপুরের  মাওনা হয়ে ময়মনসিংহ যাচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর এক আভিযানিক দল  পোড়াবাড়ী ক্যাম্পের সামনে একটি চেকপোস্ট স্থাপন করে। সন্দেহজনক একটি ট্রাককে (ঢাকা মেট্রো ড ১৪-৩৫৮১) চেকপোষ্টে থামার জন্য ১৪ ফেব্রুয়ারি ২০২১ইং তারিখ সকাল ০৬.৩০ ঘটিকায় সংকেত দওয়া হয় এ কিন্তু, ট্রাকটি সংকেত অমান্য করে চলে যায়।

এমতাবস্থায়, ঘটনাস্থলে উপস্থিত *র‍্যাব সদস্য বিপি নং-৯২১১১৪৮১০২  কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) (গ্রাম ও ডাক-কেল্লাই, উপজেলা- ঘিওর, জেলা- মানিকগঞ্জ। মাতৃ ইউনিট – টাংগাইল জেলা পুলিশ)* ও সিনিয়র ডিএডি মোঃ গোলাম মোস্তফা মটর সাইকেল নিয়ে ট্রাকের পিছনে ধাওয়া করে। ট্রাকটি বাঘের বাজার পৌছে চলন্ত অবস্থায় মটর সাইকেলের সামনে এক বস্তা গাঁজা রাস্তার উপরে ফেলে ধাওয়ারত র‍্যাব সদস্যদের হত্যার চেষ্টা করে। এমতাবস্থায় মটর সাইকেলের দ্বিতীয় আসনধারী ডিএডি মোঃ গোলাম মোস্তফা গাঁজা রাস্তা হতে সংগ্রহ করে উক্ত স্থানে থেকে যায়। ডিএডি মোঃ গোলাম মোস্তফাকে রেখে মটর সাইকেল চালক কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) একাই ট্রাকের পিছনে অনুসরন করে এবং তার পিছনে র‌্যাবের একটি মাইক্রোবাস ট্রাকের পিছনে অনুসরন করতে থাকে। মটর সাইকেল নিয়ে কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) গাজীপুর পার হয়ে ভালুকার দিকে কোকাকোলা ফ্যাক্টরীর বিপরীতে ৫/৬ কিঃ মিঃ এসে ট্রাকটির গতিরোধ করে। মাদকবাহী ট্রাক চালক, কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮)’কে হত্যার উদ্দেশ্যে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলেই কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) মৃত্যু বরণ করেন এবং মটর সাইকেলটি দুমড়ে মুচড়ে  যায়। ঘাতক ট্রাকটি সিডষ্টোর, ভালুকা, ময়মনসিংহ এলাকা হতে আটক করা হয় এবং ট্রাকটির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ জেলার *ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে*। ঘাতক ট্রাকটির ড্রাইভার ও হেলপারকে আটকের অভিযান চলমান রয়েছে।র‍্যাব ক্যাম্পে বিকাল ৫.৩০ ঘটিকায় জানাজা শেষে তার গ্রামের বাড়িতে মাদকের বিরুদ্ধে শহীদ মোঃইদ্রিস মোল্লার লাশ প্রেরণ করা হবে। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। সকলে দোয়া করবেন।

আরো খবর.......
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডাব চু’রি করতে গিয়ে গাছের উপরই অজ্ঞান কিশোর, ছয় ঘণ্টা পর উদ্ধার

মাদক বিরোধী অভিযান সময় র‍্যাব সদস্যের (কনস্টেবল ইদ্রিস)  নিহত

আপডেট টাইম : ০৬:২৩:০৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১

সময়ের কন্ঠ রিপোর্টার।।

গত ১৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখ ভোর ৫.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে,টঙ্গী হতে ৩০ কেজি গাঁজা নিয়ে একটি মাদকের চালান গাজীপুরের  মাওনা হয়ে ময়মনসিংহ যাচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর এক আভিযানিক দল  পোড়াবাড়ী ক্যাম্পের সামনে একটি চেকপোস্ট স্থাপন করে। সন্দেহজনক একটি ট্রাককে (ঢাকা মেট্রো ড ১৪-৩৫৮১) চেকপোষ্টে থামার জন্য ১৪ ফেব্রুয়ারি ২০২১ইং তারিখ সকাল ০৬.৩০ ঘটিকায় সংকেত দওয়া হয় এ কিন্তু, ট্রাকটি সংকেত অমান্য করে চলে যায়।

এমতাবস্থায়, ঘটনাস্থলে উপস্থিত *র‍্যাব সদস্য বিপি নং-৯২১১১৪৮১০২  কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) (গ্রাম ও ডাক-কেল্লাই, উপজেলা- ঘিওর, জেলা- মানিকগঞ্জ। মাতৃ ইউনিট – টাংগাইল জেলা পুলিশ)* ও সিনিয়র ডিএডি মোঃ গোলাম মোস্তফা মটর সাইকেল নিয়ে ট্রাকের পিছনে ধাওয়া করে। ট্রাকটি বাঘের বাজার পৌছে চলন্ত অবস্থায় মটর সাইকেলের সামনে এক বস্তা গাঁজা রাস্তার উপরে ফেলে ধাওয়ারত র‍্যাব সদস্যদের হত্যার চেষ্টা করে। এমতাবস্থায় মটর সাইকেলের দ্বিতীয় আসনধারী ডিএডি মোঃ গোলাম মোস্তফা গাঁজা রাস্তা হতে সংগ্রহ করে উক্ত স্থানে থেকে যায়। ডিএডি মোঃ গোলাম মোস্তফাকে রেখে মটর সাইকেল চালক কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) একাই ট্রাকের পিছনে অনুসরন করে এবং তার পিছনে র‌্যাবের একটি মাইক্রোবাস ট্রাকের পিছনে অনুসরন করতে থাকে। মটর সাইকেল নিয়ে কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) গাজীপুর পার হয়ে ভালুকার দিকে কোকাকোলা ফ্যাক্টরীর বিপরীতে ৫/৬ কিঃ মিঃ এসে ট্রাকটির গতিরোধ করে। মাদকবাহী ট্রাক চালক, কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮)’কে হত্যার উদ্দেশ্যে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলেই কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) মৃত্যু বরণ করেন এবং মটর সাইকেলটি দুমড়ে মুচড়ে  যায়। ঘাতক ট্রাকটি সিডষ্টোর, ভালুকা, ময়মনসিংহ এলাকা হতে আটক করা হয় এবং ট্রাকটির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ জেলার *ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে*। ঘাতক ট্রাকটির ড্রাইভার ও হেলপারকে আটকের অভিযান চলমান রয়েছে।র‍্যাব ক্যাম্পে বিকাল ৫.৩০ ঘটিকায় জানাজা শেষে তার গ্রামের বাড়িতে মাদকের বিরুদ্ধে শহীদ মোঃইদ্রিস মোল্লার লাশ প্রেরণ করা হবে। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। সকলে দোয়া করবেন।