সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার-খেতাসার গ্রামের কয়েকটি সরকারী খাল মাটি ও বালু দ্বারা ভরাট করে-ইমারত তৈরীর চেষ্টা
দৈনিক সময়ের কন্ঠ রিপোর্ট-
- আপডেট টাইম : ১১:৫৪:৫৪ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- / ৫৪৪ ৫০০০.০ বার পাঠক
তথ্য মতে জানান-বাংলাদেশের কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আদর্শ সদর উপজেলার ৩ নং দুর্গাপুর দক্ষিণ মডেল ইউনিয়নের খেতাসার গ্রামের কয়েকটি-সরকারী খাল মাটি ও বালু দ্বারা ভরাট করে-ইমারত তৈরীর চেষ্টা করছে-দুষ্কৃতকারীরা। যে কারনে-গ্রামের পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছে, ফসলি জমি নষ্ট হচ্ছে, চাষাবাদের জন্য সেচের পানি পাচ্ছে না মানুষ , ফসলের ক্ষতি হচ্ছে, জানান-খেতাসার গ্রামবাসী। খালগুলো বৃটিশ আমলের,যা-বৃটিশ ম্যাপে রয়েছে। পাকিস্তান আমলে উক্ত খালগুলোর পানি ছিল মানুষের চাষাবাদের ভরসা, বর্তমান বাংলাদেশের আমলে উক্ত খালগুলো মৃতপ্রায়। গ্রামবাসী আহবান জানান-উক্ত খালগুলো পুনরায় খনন করার জন্য-কুমিল্লা জেলা প্রশাসকের প্রতি।
আরো খবর.......