ভৈরবে আল্লাহমা আজাহারুল ইসলাম ফাউন্ডেশনে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ
- আপডেট টাইম : ১০:৪৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- / ১৪০ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জে ভৈরবে প্রতিবারের ন্যায় এইবারও আল্লামা আজহারুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে দের শতাদিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
সোমবার (১৭এপ্রিল )সকাল সাড়ে ১০ দিকে উম্মুল মুমিনিন আয়েশা বিনতে আবি বকর ছিদ্দিক ( রা : ) দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসার ও আল্লামা আজহারুল ইসলাম ফাউন্ডেশনের কার্যালয়ে সামনে অসহায় দরিদ্র দের শতাদিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসাবে চাল,তেল,চিন,সেমাই,দুধ,কিচমিচ বিতরণ করারা হয়।
এসময় উপস্থিত ছিলেন অত্র মাদরাসার নায়েবে মুহতামীম ও শাইখুল হাদীস, মুফতী আব্দুর রহমান (আলফাজ) মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান,ফাউন্ডেশনের চেয়াম্যানের ভাই মোঃ আরিজ মিয়া, এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ প্রমুখ।
আল্লামা আজহারুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আজাহারুল ইসলাম বলেন আমরা ফাউন্ডেশন শুরু থেকেই সাধ্য মতে বিভিন্ন সময় মসজিদ মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে নগত অর্থ পানির টিউবঅওয়েল দিয়ে আসছি, আমাদের ফাউন্ডশনের এই কার্যকম অব্যাহত থাকবে ইনশাআললাহ।