ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
অপারেশন ডেভিল হান্টে মোংলায় ২ জনকে আটক জামায়াত নেতা আজহার লিভ টু আপিলের অনুমতি পাবেন, আদেশ বুধবার শতাধিক সদস্যের কমিটি নিয়ে আত্মপ্রকাশ করছে ছাত্রদের নতুন দল জেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে মানবন্ধন ভৈরবে সুইচ গিয়ার এক ছিনতাইকারী কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের বিশুদ্ধানন্দ – শুভানন্দ অডিটোরিয়াম অনুষ্ঠিত ২০২৫ সাজেকে আগুন ছড়িয়ে পড়েছে একাধিক কটেজ ও রেস্টুরেন্টে রমজানে সরকারি অফিসের সময়সূচি ঘোষণা মুসলিম ‘গণহত্যা’র জন্য ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী সাবেক আইজিপিসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার

ওয়ালটন প্লাজা নরশিংহপুর শাখার আয়োজনে ক্রেতার পরিবারের সদস্যর মৃত্যুতে নগদ অর্থ প্রদান

মোঃজামাল আহাম্মদ, স্টাফ রিপোর্টার।
  • আপডেট টাইম : ১১:০০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
  • / ৩১১ ৫০০০.০ বার পাঠক

বাংলাদেশ এর জনপ্রিয় কোঃ ওয়ালটন,আশুলিয়ার নরশিংহপুর শাখার আয়োজনে ক্রেতা পরিবারের সদস্যর মৃত্যুতে ক্রেতা আব্দুল খলেক কে নগদ অর্থ প্রদান করেন।

আজ রবিবার ১৬ ই এপ্রিল ২০২৩ বেলা ২ টায় নরশিংহপুর ওয়ালটন প্লাজার শোরুমে এ আর্থিক অনুদান প্রেরনে উপস্থিত ছিলেন.মীর গোলাম ফারুক চিফ ডিবিশনাল অফিসার,মোঃ হাসান তারিক ডিবিশনাল কেডিট ম্যানেজার,এস এম আব্দল আউয়াল আর এস এস, আশিকুর রহমান আর সি এম,কামরুল ইসলাম ম্যানেজার ইনচার্জ,রাকিবুল হাসান যুগ্ন সাধারণ সম্পাদক আশুলিয়া ইউনিয়ন যুবলীগ,আনোয়ার হোসেন ডিলার বাংলাবাজার নরশিংহপুর,সহ ওয়ালটন প্লাজার কলাকুশলী কর্মকর্তা ক্রেতা আমজনতা ও শোকাহত পরিবারের আব্দুল খালেক।

আর্থিক অনুদান পাওয়া আব্দুল খালেক এর নিকট থেকে জানাযায়,একটি ফ্রিজ কিনেছিলেন কিস্তির মাধ্যমে গত ৫ মাস পূর্বে ওয়ালটন কোঃ আশুলিয়ার নরশিংহপুর থেকে,বিগত কিছুদিন পূর্বে তার কন্যার মৃত্যু হওয়ায়,তার কিস্তি মওফুক করে তাকে ওয়ালটন প্লাজা নরশিংহপুর থেকে নগদ ২৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রেরন করেন।

ওয়ালটন প্লাজার চিফ ডিবিশনাল অফিসার গোলাম ফারক বলেন,সারা বাংলাদেশে ক্রেতাদের জন্য অল্টন প্লাজার এ আর্থিক অনুদান অব্যাহত থাকবে।

ডিবিশনাল কেডিট ম্যানেজার হাসন তারিক বলেন এই মোহতি উদ্দোগ সারা বিশ্বের মধ্যে ওয়ালটন প্লাজা সর্ব প্রথম শুরু করেছেন,ক্রেতাদের সুখে দুঃখে ওয়ালটন প্লাজা পাশে থেকে সার্বিক সহযোগীতা করবে,সুতরাং ক্রেতাদের আহবান করবো ওয়ালটন প্লাজার পন্য কেনার জন্য।

এসময় যুবলীগ নেতা রাকিবুল হাসান বলেন,ঈদ পূর্বমুহূর্ত এ আর্থিক অনুদান একজন মৃত ক্রেতার পরিবারে কিছুটা হলেও আর্থিক সচ্ছলতা বয়ে আনবে,প্রত্যেকটা কোঃ এমন মহোতি উদ্দোগ গ্রহন করে গ্রাহকের পাশে থাকলে,মৃত ব্যাক্তির পরিবার ভিষন উপকৃত হবে,এবং কোঃ নামগুলো লেখা থাকবে স্বর্ণাক্ষরে,কিস্তিতে পন্য নিয়ে পরিবারের সদস্যদের মৃত্যুতে ঋন মৌফুক করে পুনরায় আর্থিক সহায়তা দিয়ে ওয়ালটন ক্রেতাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন, আমি ও আমরা ওয়ালটন প্লাজার মঙ্গল কামনা করি।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ওয়ালটন প্লাজা নরশিংহপুর শাখার আয়োজনে ক্রেতার পরিবারের সদস্যর মৃত্যুতে নগদ অর্থ প্রদান

আপডেট টাইম : ১১:০০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

বাংলাদেশ এর জনপ্রিয় কোঃ ওয়ালটন,আশুলিয়ার নরশিংহপুর শাখার আয়োজনে ক্রেতা পরিবারের সদস্যর মৃত্যুতে ক্রেতা আব্দুল খলেক কে নগদ অর্থ প্রদান করেন।

আজ রবিবার ১৬ ই এপ্রিল ২০২৩ বেলা ২ টায় নরশিংহপুর ওয়ালটন প্লাজার শোরুমে এ আর্থিক অনুদান প্রেরনে উপস্থিত ছিলেন.মীর গোলাম ফারুক চিফ ডিবিশনাল অফিসার,মোঃ হাসান তারিক ডিবিশনাল কেডিট ম্যানেজার,এস এম আব্দল আউয়াল আর এস এস, আশিকুর রহমান আর সি এম,কামরুল ইসলাম ম্যানেজার ইনচার্জ,রাকিবুল হাসান যুগ্ন সাধারণ সম্পাদক আশুলিয়া ইউনিয়ন যুবলীগ,আনোয়ার হোসেন ডিলার বাংলাবাজার নরশিংহপুর,সহ ওয়ালটন প্লাজার কলাকুশলী কর্মকর্তা ক্রেতা আমজনতা ও শোকাহত পরিবারের আব্দুল খালেক।

আর্থিক অনুদান পাওয়া আব্দুল খালেক এর নিকট থেকে জানাযায়,একটি ফ্রিজ কিনেছিলেন কিস্তির মাধ্যমে গত ৫ মাস পূর্বে ওয়ালটন কোঃ আশুলিয়ার নরশিংহপুর থেকে,বিগত কিছুদিন পূর্বে তার কন্যার মৃত্যু হওয়ায়,তার কিস্তি মওফুক করে তাকে ওয়ালটন প্লাজা নরশিংহপুর থেকে নগদ ২৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রেরন করেন।

ওয়ালটন প্লাজার চিফ ডিবিশনাল অফিসার গোলাম ফারক বলেন,সারা বাংলাদেশে ক্রেতাদের জন্য অল্টন প্লাজার এ আর্থিক অনুদান অব্যাহত থাকবে।

ডিবিশনাল কেডিট ম্যানেজার হাসন তারিক বলেন এই মোহতি উদ্দোগ সারা বিশ্বের মধ্যে ওয়ালটন প্লাজা সর্ব প্রথম শুরু করেছেন,ক্রেতাদের সুখে দুঃখে ওয়ালটন প্লাজা পাশে থেকে সার্বিক সহযোগীতা করবে,সুতরাং ক্রেতাদের আহবান করবো ওয়ালটন প্লাজার পন্য কেনার জন্য।

এসময় যুবলীগ নেতা রাকিবুল হাসান বলেন,ঈদ পূর্বমুহূর্ত এ আর্থিক অনুদান একজন মৃত ক্রেতার পরিবারে কিছুটা হলেও আর্থিক সচ্ছলতা বয়ে আনবে,প্রত্যেকটা কোঃ এমন মহোতি উদ্দোগ গ্রহন করে গ্রাহকের পাশে থাকলে,মৃত ব্যাক্তির পরিবার ভিষন উপকৃত হবে,এবং কোঃ নামগুলো লেখা থাকবে স্বর্ণাক্ষরে,কিস্তিতে পন্য নিয়ে পরিবারের সদস্যদের মৃত্যুতে ঋন মৌফুক করে পুনরায় আর্থিক সহায়তা দিয়ে ওয়ালটন ক্রেতাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন, আমি ও আমরা ওয়ালটন প্লাজার মঙ্গল কামনা করি।