কাশিমপুরে স্ব স্ব ওয়ার্ডে ভূমি সেবা দিতে স্থানীয় গ্রাহক ও ভূমিকর্মকর্তাদের মতবিনিময়
- আপডেট টাইম : ০৮:৩৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / ১৪৪ ৫০০০.০ বার পাঠক
ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল,এই স্লোগানকে সামনে রেখে কাশিমপুরে ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক মতবিনিয় ও গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সেটেলমেন্ট অফিস গাজীপুর সদর এর তত্ত্বাবধানে মহানগরের কাশিমপুর থানাধীন ১নং ওয়ার্ড দক্ষিণ পানিশাইল মৌজার আজিরন্নেছা উচ্চ বিদ্যালয় বালুর মাঠ সদর উপজেলার দক্ষিণ পানিশাইল,সারাবো,ভিকনপুর ও দক্ষিণ লস্করচালা মৌজার ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক এই মতবিনিময় ও গণসংযোগ সভার আয়োজন করা হয়।
আজ রবিবার (১৬ই এপ্রিল) সকাল ১১ ঘটিকায় স্থানীয় ভূমি মালিকগনের আয়োজনে জনাব মোঃ আলী আককাস(সহকারি সেটেলমেন্ট অফিসার গাজীপুর সদর)এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশরাফ হোসেন(জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব)ঢাকা) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম সাইফুর রহমান অতিরিক্ত জেলা প্রশাষক(রাজস্ব)গাজীপুর,জনাবা তামান্না রহমান জ্যোতি (সহকারি কমিশনার (ভূমি) টংঙ্গী রাজস্ব সার্কেল) ।
এসময় আরো উপস্থিত ছিলেন মোশারফ হোসেন মৃধা (ব্যবস্থাপনা পরিচালক মৌসুমী নীট ফ্যাশন লিঃ)ও পারভিন আক্তার (সাবেক কাউন্সিলর ১,২,৩ নং ওয়ার্ড গাজীপুর সিটিকর্পোরেশন)সহ স্থানীয় ভূমি মালিকগন।