ভাতিজাকে ‘চোর’ সম্বোধনে কথাকাটাকাটি, চাচাকে কুপিয়ে হত্যা
- আপডেট টাইম : ০৫:৪৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / ৩৫৫ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জে মঞ্জিল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) সকালে সদর উপজেলার যশোদল ইউনিয়নের দামপাটুলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জিল মিয়া দামপাটুলি গ্রামের মৃত বাছির উদ্দিনের ছেলে। এ ঘটনায় মঞ্জিল মিয়ার ভাবি আসমা আক্তার (৪৫) ও তার ছেলে মিজান (২৫) আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঞ্জিল মিয়ার ভাতিজা মিজানকে একই গ্রামের সিরাজ উদ্দিন প্রায়ই ‘চোর’ সম্বোধন করেন। শুক্রবার বিকেলে এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জেরে শনিবার সকালে ফের বাগবিতন্ডা শুরু হলে মিজানের চাচা মঞ্জিলকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এসময় তাদের হাত থেকে মঞ্জিলকে বাঁচাতে গেলে মিজান ও তার মা আসমা আহত হন। এলাকাবাসী বলেন, সিরাজ উদ্দিন তার নাতি সম্পর্কিত মিজানকে প্রায়ই ‘চোর’ ডাকেন। শুক্রবার এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। শনিবার দুইপক্ষকে নিয়ে মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই প্রতিপক্ষের হামলায় মিজানের চাচা মঞ্জিল মিয়া নিহত হয়েছেন। এসময় আহত হন মিজান ও তার মা আসমা। আহতদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, কথা কাটাকাটির জেরে মঞ্জিলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।