সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে পানিতে পড়ে ৭ বছরের শিশুর মৃত্যু
মোঃ আংগুর মিয়া আজমিরীগঞ্জ প্রতিনিধি :-
- আপডেট টাইম : ০২:২০:১৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
- / ৪৫২ ৫০০০.০ বার পাঠক
আজমিরীগঞ্জে পানিতে পড়ে শিশু মৃত্যু আজমিরীগঞ্জ উপজেলায় ১৪ই এপ্রিল রোজ শুক্র বার বিকাল ৩ঘটিকার সময় আপন নামে ৭ বছরের শিশুটি পুকোরে পরে মারা যায় ৷ এই ঘটনা টি ঘটে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের আলামিন মিয়ার ছেলে আপন মিয়া(৭) দুপোরে মায়ের সঙ্গে আপন বাড়ির পাশের পুকেরে গোসল করতে যায়। মা ছেলে গোসল সেরে বাড়িতে চলে আসে। কিন্তুু আপন মায়ের অজান্তে আবার পুকোরে চলে যায়। ঐ পুকোর থেকে আর জীবিত ফিরে আসে নাই মৃত লাশ হয়ে ফিরে আসে আপন। এদিকে মা অনেক খোঁজা খোঁজির পর আপনকে পায় না হঠাৎ খবর আসে পুকোরের পানিতে আপনকে পাওয়া গেছে। পানি থেকে তুলে এনে আজমিরীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
আরো খবর.......