হোমনায় বাংলা নববর্ষ -১৪৩০ পালিত
- আপডেট টাইম : ১০:১৯:১৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
- / ১৬৩ ৫০০০.০ বার পাঠক
কুমিল্লার হোমনায় নানা আয়োজনের মাধ্যমে “বাংলা নববর্ষ -১৪৩০ পহেলা বৈশাখ পালিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশন শেষে
একটি মঙ্গল শোভাযাত্রা উপজেলা সদর প্রদক্ষিন করে। পরে হোমনা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা -২ (হোমনা-তিতাস) এর মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি।
ইউএনও ক্ষেমালিকা চাকমা এর
সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম,এসিল্যান্ড ইউসুফ হাসান, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, ওসি মো. সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা গাজী ইলিয়াছ, উপজেলা
পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন,পিআইও নাহিদ আহমেদ জাকির, মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুম পারভীন লুনা, প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম মারুফ, নজরুল ইসলাম, আমেনা বেগম ও লুৎফর রহমান, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার,প্রধান শিক্ষক হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।