জাতী গঠনে তথ্য কেন্দ্র গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে-এমপি দুর্জয়
- আপডেট টাইম : ১২:১৫:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ১৬৪ ৫০০০.০ বার পাঠক
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনস্থ্য জাতীয় মহিলা সংস্থা ‘তথ্য ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) নারীদের আধুনিক প্রযুক্তির সম্পর্কে সচেতনতামূলক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল ) উপজেলা তথ্য অফিসের আয়োজনে দুপুরে ১২.০০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.এম নাঈমুর রহমান দুর্জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত-জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: গোলাম মহীউদ্দীন,দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম রাজা,অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কদ্দুস, জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহমেদ,চকমিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মহিদুর রহমান মুক্তা, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা,উপজেলা যুব লীগের আহবায়ক মোঃ হুমায়ুন কবির শাওন,বাংলাদেশ শ্রমিকলীগ দৌলতপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ সাইফুল ইসলাম,ছাত্র লীগের সাবেক সভাপতি ইন্জিনিয়ার নাসির উদ্দীন,সাধারণ সম্পাদক মোঃ আতোয়ার রহমান প্রমুখ।
এসময় প্রধান অতিথি এমপি দুর্জয় বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর প্রজ্ঞা ও দুর্দর্শিতার নিদর্শন স্বরূপ তথ্য কেন্দ্র প্রকল্প চালু হয়।যেহেতু দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয় তাই নারীদের পুরুষের পাশাপাশি কর্মক্ষেত্রে অবদান রাখতে হবে। তিনি উপজেলার সরকারি সেবাসমূহের সহজলভ্যতা নিশ্চিতকরণ, ভিডিও কনফারেন্স, ই-লার্নিং, ই-কমার্স, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে করনীয় বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, প্রত্যন্ত গ্রামের মহিলারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ডিজিটাল সেবা, সমাজের বিভিন্ন অসঙ্গতিমূলক কর্মকাণ্ডসহ অনেক বিষয়ে সচেতন নয়। তাই ডিজিটাল সেবা নিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নে দেশের সার্বিক উন্নয়ন সাধিত হবে। আর এ সেবাগুলো মহিলাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় সরকার এ তথ্যসেবা কেন্দ্র স্থাপন করেছে বলে মন্তব্য করেন তিনি। নারী ক্ষমতায়ন, লিঙ্গ বৈসম্য, স্বাস্থ্যগত সমস্যা ও বাল্য বিবাহসহ নারী ও কিশোরীদের জীবন-জীবিকার মান উন্নয়নে সরকার কাজ করছে। ছাত্র ছাত্রীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে ট্যাব উপহার দেন ও নারীদের মাঝে নগদ অর্থ প্রদান করেন।
এতে উপজেলার পাঁচশতাধিক নারী স্বতঃস্ফূর্ত ভাবে অংশ করেন। এসময় প্রধান অতিথি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ১০ম শ্রেণির ছাত্র ছাত্রীদের মাঝে দুইশত ট্যাব বিতারন করেন ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতারন করেন।