সংবাদ শিরোনাম ::
ঈদুল ফিতর উপলক্ষে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার কার্যক্রম
দৈনিক সময়ের কন্ঠ রিপোর্ট
- আপডেট টাইম : ০৮:৩৮:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ৩৩৮ ৫০০০.০ বার পাঠক
-সূএ তথ্য মতে জানান-বাংলাদেশের গুরুত্ববহ মহাসড়ক গুলোর মাঝে চট্রগ্রাম-কুমিল্লা-ঢাকা মহাসড়ক অন্যতম, আসন্ন ঈদ উপলক্ষে-উক্ত মহাসড়কে পরিবহনের চাপ আরো বৃদ্ধি পাবে,যার কারণে মহাসড়কে নিরবিচ্ছিন্নভাবে যানবাহন চলাচলের জন্য আধুনিক ট্রাফিক ব্যবস্থা করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি – মোহাম্মদ মিজানুর রহমান, তিনি গণমাধ্যমকে জানান-তাঁর এরিয়ার সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহন আটকিয়ে, ডাম্পিং ও মামলা অব্যাহত রেখেছে,বিশেষ করে যেসব পরিবহনের কাগজ নেই ও থ্রি হুইলার,ট্রাক্টর,ডাম ট্রাক,এক কথায় নিষিদ্ধ পরিবহন আটকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করছি। তথ্য মতে ২০২৩ এর মার্চ মাসে মামলা হয় আনুমানিক-২৩৮ টি,চলমান এপ্রিল মাসে মামলা হয় আনুমানিক-৭৭ টি। অবৈধ পরিবহনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এও জানান তিনি।
আরো খবর.......