গৌরীপুরে নিলাম ছাড়াই পরিত্যাক্ত ইউপি ভবন দিনের বেলায় ভেঙ্গে নিলো জানেনা চেয়ারম্যান শাহীন
- আপডেট টাইম : ০২:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / ১৪১ ৫০০০.০ বার পাঠক
ময়মনসিংহের গৌরীপুরে বোকাইনগর ইউনিয়ন পরিষদের পরিত্যাক্ত পাঁচ কক্ষ বিশিষ্ট একতলা ভবনটি এলজিইডির অধীনে ১৯৮০’র দশকের শেষে নির্মিত হয়েছিল। পরিষদের নতুন ভবন নির্মিত হওয়ার পর পুরাতন ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল দীর্ঘদিন। সম্প্রতি নিলাম ছাড়াই এ ভবনটি প্রকাশ্যে দিন দুপুরে ভাঙার পর ইট, সুরকী, লোহার রডসহ অন্যান্য উপকরণ লুট করে নিয়ে গেছে কতিপয় লোকজন। কিন্তু এ ব্যাপারে অবগত নন স্থানীয় ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন। তবে উপজেলা প্রশাসন বলছেন পরিত্যাক্ত ইউপি ভবনটি ভেঙ্গে নেওয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলার বোকাইনগর ইউনিয়ন পরিষদের পরিত্যাক্ত ভবনটিতে দীর্ঘদিন যাবৎ মাদক সেবন, জুয়া ও অসামাজিক কর্মকান্ডসহ নেশার স্থান বলে পরিচিত ছিল। ছাদ ধসে পড়ায় এলাকার লোকজন পুরো ভবনটি ভেঙ্গে নিয়ে গেছে বলে জানান (মেম্বার)জনপ্রতিনিধিরা। মুঠোফোনে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ভবন বিষয়ের জানতে চাওয়া সাংবাদিকরা শুধু আমার কাছে টাকার জন্যই বিরক্ত করে। ৫/১০ জন সাংবাদিক আমার পকেটের সব সময় থাকে। এলাকার লোকজন তাদের সম্পদ তারা নিয়ে গেছে তাতে কাদা ছোড়াছুড়ির কিছু নেই। সবাই এলাকার লোক আমি কার নামে মামলা দিব আর কাকেই ধরবো। আপনারা পত্রিকায় লিখে কিছু করতে পারলে করেন। এক সময় দেখা করে চা খেয়ে যাবেন।
সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যায় প্রকাশ্যে দিনের বেলায় ভবনটি পরিকল্পনা মাফিক ভেঙে নিয়ে যাচ্ছে বেশ কয়েকজন শ্রমিক। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বার্হী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন বলেন, বিষয়টি আমি অবগত হয়ে চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি। আমি তাকে মামলা করতে বলেছি।
অবৈধ ভাবে প্রকাশ্যে দিনের বেলায় বোকাইনগর ইউনিয়ন পরিষদের পরিত্যাক্ত ভবনটি নিলাম ছাড়াই যারা ভেঙ্গে নিয়ে গেছে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে উপজেলা পরিষদ ও জেলা প্রশাসকের সু-দৃষ্টি কামনা করছেন এলাকার সুধীমহল।