কক্সবাজারের চকরিয়া উপজেলায় তরমুজের আড়দের নষ্ট পচা তরমুজের দূর গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষের জনজীবন ক্যামেরায়

- আপডেট টাইম : ০৯:২৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ২৪৫ ১৫০০০.০ বার পাঠক
মোঃ রিয়াজ উদ্দীন উপ সহকারী পরিদর্শক ইয়াস ও পরিবেশ মানবাধীকার সংস্থা
কক্সবার চকরিয়া উপজেলার কিচেন মার্কেট সংলগ্ন পৌর বাস টার্মিনালের পশ্চিম পাশে,তরমুজের আড়দের মালিকরা পচা ও নষ্ট তরমুজ মানুষ চলাচলের রাস্তায় ও গলিতে পেলে রাখার কারণে পচা তরমুজের দূর গন্ধে, এ যেন এক লাশ খানায় পরিনত হয়েছে,মানুষের চলাচলের রাস্তায় এ ভাবে পচা তরমুজ পেলে রাখা হয়েছে,অথচ এ বেপারে চকরিয়া পৌরসভা কর্তৃপক্ষের নেই কোন ভূমিকা,ফলে এই পচা তরমুজ ফেলে রাখার কারণে যেমন বিপর্যয় হচ্ছে সাধারণ মানুষের জনজীবন,তেমনি পরিবেশের দূষণে মারাত্মক ভূমিকা রাখছে এই পচা দূর গন্ধ ময়লা আবর্জনা,এবং এখান থেকে মানব দেহে ছড়াতে পারে মারাত্মক ভাইরাস ও রোগবালা,তাই অতি দ্রুত এই ময়লা নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার জন্য পৌর কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি,
পাশাপাশি তরমুজ আড়দ দারদের বিরুদ্ধে চকরিয়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।