গাইবান্ধায় চিনি বোঝাই ট্রাক পুকুরে, চালক নিহত
- আপডেট টাইম : ০৩:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- / ১২৪ ৫০০০.০ বার পাঠক
গাইবান্ধায় চিনি বোঝাই ট্রাক পুকুরে, চালক নিহত
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুরে চিনি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে নিহত হন ট্রাকচালক আলামিন। রবিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা নাকাইহাট সড়কের জুগিপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিনের বাড়ি গাজিপুর কাপাশিয়া উপজেলার দর্স্যুনারায়নপুর গ্রামে৷
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে চিনি বোঝাই ট্রাকাটি গাইবান্ধার ব্যাবসাহি নিতাই বাবুর উদ্দেশে যাওয়ার পথে রামচন্দ্রপুরের জুগিপাড়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়৷ তবে ট্রাকে থাকা সহকারী চালক মাহাবুর সুস্থ রয়েছেন৷
এ ব্যাপারে সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে৷ ট্রাকে যেহেতু চিনির বস্তা রয়েছে সেহেতু ট্রাকটি উদ্ধার না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে৷