ময়মনসিংহে মানবসেবা ডটকম পবিত্র মাহে রমজানের ক্যালেন্ডার বিতরণ করছে
- আপডেট টাইম : ১১:৫৫:৪৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
- / ১৯৬ ৫০০০.০ বার পাঠক
ময়মনসিংহ জেলার সদর উপজেলার চর খরিচা গ্রামে কয়েক সৎ নিষ্ঠাবান যুবকেরা মানবসেবা ডটকম নামে সামাজিক সমাজ সেবামূলক একটি প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ করে।
সামাজিক সেবামূলক সংগঠন মানবসেবা ডটকম এর বাৎসরিক কাজের পরিকল্পনার অংশ হিসেবে ( আগামীকাল শুক্রবার থেকে রোজা ) সীমিত পরিসরে পবিত্র মাহে রমজানের ক্যালেন্ডার বিতরণ করে।
মানবসেবা ডটকম এর ক্যালেন্ডার বিভিন্ন মসজিদে মসজিদে এবং দোকানে পৌঁছে দেওয়া হয়।
আর এসময় উপস্থিত ছিলেন মানবসেবা ডটকম এর প্রতিষ্ঠাতা আতিকুজ্জামান, সভাপতি -মোস্তাফিজুর রহমান সোহেল, সহ -সভাপতি -হাবিবুর রহমান হাবিব,সাংগাঠনিক সম্পাদক জহিরুল হক সহ অন্যান্য সদস্যবৃন্দ।
মানবসেবা ডটকম এর এর মাহে রমজানের ক্যালেন্ডার দেখে গ্রামের অনেকে আনন্দে আবেগ আপ্লূত হয়ে পড়েন। তারা গ্রামের যুবকদের এরকম একটি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শুকরিয়া জ্ঞাপন করে।
মানবসেবা ডটকম এর প্রতিষ্ঠাতা আতিকুজ্জামান জানান, বিভিন্ন উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাদের পথচলা। তার মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করণ, মানুষকে রক্তদান ও জরুরি মূহুর্তে রক্তের ব্যবস্থা করা, গরিব, অসহায়, পঙ্গু ও হতদরিদ্র জনগোষ্ঠীর বাড়ি বাড়ি গিয়ে সহায়তা প্রদান। শীতকালে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ। তিনি বলেন, সমাজের মানুষগুলোর জন্য সকল প্রকার প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাই আমাদের এই সংগঠনের মূল লক্ষ্য।
মেধাবী দুঃস্থ শিক্ষার্থী, বিভিন্ন রোগে আক্রান্ত গরিব জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ। এছাড়াও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকান্ডে এই সংগঠন অংশ গ্রহণ করে থাকে।
মানবসেবা ডটকম এর স্বেচ্ছাসেবকরা ইতিমধ্যে তাদের কাজের মধ্যদিয়ে তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ করতে সক্ষম হয়েছে। ফলে, এলাকাবাসীর বিভিন্ন বয়োজ্যেষ্ঠদের প্রশংসার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এবং স্বেচ্ছাসেবকদের কাজের গতি বৃদ্ধি পেয়েছে।