কাশিমপুরে মুক্তিযোদ্ধা ইলিয়াস তালুকদার এর ভূমির সীমানা জরিপ অতপর গৃহ নির্মানের কাজ চলমান।
- আপডেট টাইম : ১১:৩২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
- / ৩০৩ ৫০০০.০ বার পাঠক
আমেরিকা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস তালুকদারের ভূমির সীমানা নির্ধারন করার পরে,১৬ ই মার্চ ইট বালু সিমেন্ট ও নির্মান শ্রমিক দ্বারা ভূমিতে গৃহ নির্মান কাজ শুরু করেন।উক্ত স্থানে উপস্থিত ছিলেন এলাকার শান্তিপ্রিয় জনগন গণমাধ্যমকর্মী ও এলাকার সুধীসমাজ।
ভূমির সীমানা নির্ধারন করতে আন্চলিক নির্বাহী কর্মকর্তা সিটিকর্পোরেশন জহিরুল ইসলাম সরজমিনে উপস্থিত ছিলেন।গত ২৭ শে ফেব্রুয়ারী ২০২৩ সোমবার বেলা ৩ টায় নির্বাহী কর্মকর্তার সাথে সংযুক্ত ছিলেন সার্ভেয়ার সেলিম গাজী ও স্থানীয় সার্ভেয়ার আব্দুল জলীল এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় গাজীপুর মহানগর কাশিমপুর থানার দক্ষিন পানিশাইল মৌজার সাকিনে এস এ ৩৬ নং আর এস এ ১৯ খতিয়ান ভুক্ত এ এস এ ১১৬ আর এস এ ২৭৯ নং দাগে পলাশ গৃহ সমবায় সমিতি লিঃ এর প্লট নং (৯১) এর ০৮.৪৮ শাতাংশ(২৭৯) দাগের সম্পত্তি ইলিয়াস তালুকদারের বলে নিশ্চিত করেন,এ ভূমি টি(২৭৮)দাগের সম্পদ নয় বলে প্রতিয়মান হয়। ০৫/০৩/২০২৩ তাং এ সিটিকর্পোরেশন এর পত্র নং (৩৮) তাং (২৪/০১/২০২৩)২৭/০২/২০২৩ তাং এ ইলিয়াস তালুকদারের আবেদনপত্র এর সুত্রে পর্যবেক্ষণ পূর্বক সিটিকর্পোরেশন সাক্ষরিত একটি লিখিত পেপার্স প্রেরন করেন,যাহার এস এ খতিয়ান নং ১৯ আর এস দাগ ২৭৯ পলাশ গৃহ নির্মান করা প্লট নং ৯১ নং প্লট এ বর্তমান প্রমানিত,তালুকদারের আবেদন কৃত জমির পরিমান ৮.৪৮ শতাংশ বর্তমানে রাস্তা বাদে দৈর্ঘ্য (৬৫) প্রস্থ ৫০ জমির পরিমান ৭.৪৬ শতাংশ।
তবে ১৬ ই মার্চ গৃহ নির্মাণকালে প্রতিপক্ষরা কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর স্বরনাপন্ন হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন,তাৎক্ষণিক কাশিমপুর থানার চৌকশ পুলিশ অফিসার এস আই তুহিন ঘটনাস্থল পরিদর্শন করেন,এবং সাময়িক কাজ বন্ধ রাখেন।ও উভয় পক্ষকে স্ব স্ব কাগজপত্র নিয়ে থানায় বসাবসির মাধ্যমে সমস্যা নিরসন করার আশ্বাস প্রদান।
বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস তালুকদার বলেন,এই জমিতে আমার নির্মান কৃত টিন সেড বাড়ি নির্মান ও সাইনবোর্ড দিয়ে বহাল তবিয়াতে ভোগ দখল করিয়া আসিছিলাম,উক্ত স্থানে দেখ ভাল করার জন্য দুই জন কেয়ারটেকার রাখছিলাম,একজন এর নাম বিটু মন্ডল অপর জন শুভ,সন্ত্রাসীরা এই জমিকে কেন্দ্র করে তাদের কে গুম করছে আজও তাদের সন্ধান মেলেনি।
উক্ত বিষয়টি তদন্ত পূর্বক ভূমিদস্যুদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তিদিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী সহ সুধী সমাজ।