শিক্ষাসফরে আসা স্বপ্নপুরীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষক-শিক্ষার্থী মারধরের ঘটনায় আটক ৮

- আপডেট টাইম : ১১:৩৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- / ১৫৬ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের নবাবগঞ্জে স্বপ্নপুরীতে শিক্ষাসফরে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষক-শিক্ষার্থী মারধরের ঘটনায় ৮ জনকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
রবিবার (১২ মার্চ) বিকালে নবাবগঞ্জ উপজেলার বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীতে এ ঘটনা ঘটে।
শিক্ষাসফরে স্বপ্নপুরীতে গিয়ে উত্ত্যক্তের শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। এ ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় যুবকদের হাতে মারধরের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষক-শিক্ষার্থী। তাদের মধ্যে দুজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তিকৃতরা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরাফাত (২৪) ও তালহা (২৪)। রাত সোয়া ৮টার দিকে তাদেরকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। আরাফাত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বাউচর গ্রামের বাহাব উদ্দিনের ছেলে এবং তালহা ঢাকার আশুলিয়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৮১ শিক্ষক-শিক্ষার্থীর একটি দল দিনাজপুরে শিক্ষাসফরে আসেন। বিকালে স্বপ্নপুরীতে দুই ছাত্রীকে উত্ত্যক্ত করেন সেখানকার এক যুবক। এ নিয়ে প্রতিবাদ করলে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে স্থানীয় কয়েকজন যুবক শিক্ষক-শিক্ষার্থীকে মারধর করেন। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ ১০ জন আহত হন। তাদেরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।অবস্থা গুরুতর হওয়ায় এর মধ্যে দুজনকে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভূগোল ও পরিবেশ বিভাগের দুই শিক্ষক এবং তিন শিক্ষার্থী জানিয়েছেন, বিভাগের ৮১ শিক্ষক-শিক্ষার্থী শিক্ষাসফরে দিনাজপুরে এসেছেন। রবিবার সারাদিন তারা মধ্যপাড়া, বড়পুকুরিয়াসহ বিভিন্ন এলাকায় মাঠকর্ম করেছেন। বিকালে তারা বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীতে ঘুরতে যান। ফেরার পথে একটি ব্যাগ ফেলে আসেন এক ছাত্রী। পরে ব্যাগ নিতে সেখানে যান দুই ছাত্রী। এ সময় পার্কের রাইডে কর্তব্যরত কয়েকজন দুই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। খবর পেয়ে সেখানে গিয়ে প্রতিবাদ জানান সহপাঠী ও শিক্ষকরা। এ নিয়ে বাগবিতণ্ডার জেরে শিক্ষক-শিক্ষার্থীকে মারধর করেন বিনোদন কেন্দ্রটির দায়িত্বে থাকা কর্মচারী ও স্থানীয় কয়েকজন যুবক। এতে ১০ শিক্ষক-শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে আট জনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দুই জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, প্রতি বছর বিশ্ববিদ্যালয় থেকে এই ধরনের মাঠকর্ম করার জন্য বিভিন্ন জেলায় যাওয়া হয়। তবে দিনাজপুরের স্বপ্নপুরীতে যেটি ঘটেছে, সেটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। স্বপ্নপুরীর স্টাফরা সম্মিলিতভাবে আমাদের মারধর করেছেন, মোবাইল কেড়ে নিয়েছেন। পরে পুলিশের সহযোগিতায় আমরা তাদের হাত থেকে রক্ষা পাই। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনি সহায়তা নেবো আমরা।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত দুই জনকে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সব শিক্ষক-শিক্ষার্থীকে আজ রাতে দিনাজপুরে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনায় জড়িত আট জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মামলা করলে আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।