সাতক্ষীরার নলতায় সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে আহাত (১)
- আপডেট টাইম : ০৬:০২:০২ অপরাহ্ণ, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ১৮৪ ৫০০০.০ বার পাঠক
সাতক্ষীরা জেলার কালীগন্জ থানার নলতা ইউনিয়নের কাশিবাটিতে,,সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে আহত (১)
শুক্রবার ১০ ই মার্চ ২০২৩ বেলা ৫ টায় কাজলা থেকে কাশিবাাটির মধ্যস্থ স্থানে পিচের রোড সংযোগ সড়কে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
অভিযোগসুত্রে জানাযায় পূর্বসত্রুতার জের ধরে (১)তানিম হোসেন(২৪).পিতা আরশাদ আলী (২) শাহনেওয়াজ (২৮) পিতা শওকাত আলী (৩)শওকাত আলী পিতা মৃত ফকির (৫২)(৪) আরশাদ আলী( ৪৫) (৫) জিল্লুর রহমান পিতা ইউসুব আলী ও অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন,,এরা সকলেই লোহার রড দা চাপাতি সহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মাসুদুর রহমান(১৯) পিতা শফিকুল ইসলাম এর মটরবাইক আটকিয়া বেঁধড়ক পিটিয়ে জখম করত ও মার্ডার করার উদ্দেশ্য এলোপাথাড়ি কোপে জর্জজরিত করেন।
সসন্ত্রাসীদের হামলায় আহত মাসুদুর রহমানদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে,,আসামীরা মোবাইল ও নগদ টাকা নিয়ে দ্রুত পলায়ন করেন,,আহত মাসুদুর রহমান কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকম্পেলেক্স নারায়ান পুরে ভর্তি করেন।
উক্ত ঘটনায় আহত মাসুদুর রহমান এর চাচা আব্দুর রহিম বাদী হয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন বলেন উক্ত বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি অনতিবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।