ঢাকা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
যুবদল নেতাকে পিটিয়ে আহত করেছে স্বেচ্ছাসেবকদলের নেতা বরগুনার, পাথরঘাটায় সাবেক ইউপি সদস্যকে হুমকি ও মারধর চার প্রদেশে দেশ ভাগ করার কথা ভাবছে সংস্কার কমিশন যুদ্ধবিরতি এখনই কার্যকর হচ্ছে না, জানালেন নেতানিয়াহু সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন, ইলেভেন ষ্টার ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের ২০২৫ সালের নতুন কমিটি গঠন যেখানেই আইন লঙ্ঘন হবে পুলিশ তার বিরুদ্ধে আইনী ব্যবস্থানিতে পিছু হটবেনা-ওসি কোতয়ালী টাঙ্গাইলে সমন্বয়ক পরিচয়ধারীদের পদ স্হগিত করলেন হাসনাত আবদুল্লাহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার পাকিস্তানের ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমানে আগ্রহ বাংলাদেশের

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো আরো ১৭ সেবা

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০১:০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
  • / ২৮২ ৫০০০.০ বার পাঠক

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারি দপ্তরে দপ্তরে না ঘুরে একই ছাদের নিচে সব সেবা একসঙ্গে পেতে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। ভোগান্তি ও হয়রানি থেকে মুক্ত হতে ব্যবসায়ীদের দাবির মুখে অনলাইনে ওয়ান স্টপ সার্ভিসে সেবা দিতে শুরু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বিডার অনলাইনে নতুন করে যোগ হলো আরো ১৭টি সেবা। এসব সেবা দিতে বৃহস্পতিবার সরকারি ৪টি সংস্থার সঙ্গে চুক্তি করেছে বিডা। বর্তমানে ১১টি সংস্থার মাধ্যমে মোট ৪১টি সেবা দিয়ে আসছে বিডা। নতুন করে ১৭টি সেবা যুক্ত হওয়ায় এখন থেকে মোট ৫৮টি সেবা দিবে ১৬টি সংস্থা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড (বিডা) কার্যালয়ে ৪টি সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি সই অনুষ্ঠিত হয়েছে। এর আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, নিবন্ধন অধিদপ্তর, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশব কর্তৃপক্ষ ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড- বিটিসিএল। এ সময় জানানো হয় এ সংস্থাগুলো ১৭টি সেবা নিশ্চিত করবে।

এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, যেহেতু বাংলাদেশের জিডিপির ৮০ ভাগের বেশি আসে বেসরকারি খাত থেকে; তাই তাদের বিনিয়োগকে সহজ করতে দরকারি সব সেবা নিশ্চিত করতে সরকারের সব পর্যায়ের কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়া দরকার। সেবা সঠিক সময়ে দেওয়া হচ্ছে কি-না তা নিশ্চিত করতে নজরদারি বাড়াতে হবে। তিনি জানান, বিডার অনলাইন ওয়ানস্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে দেওয়া সেবার মধ্যে সময় মতো দেওয়া হয়েছে ৪৯ ভাগ, আর ৫১ ভাগ ক্ষেত্রে সময় মতো সহযোগিতা করতে পারেনি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। বর্তামানে ১১টি সংস্থার মাধ্যমে মোট ৪১টি সেবা দিয়ে আসছে বিডা। নতুন করে ১৭টি সেবা যুক্ত হওয়ায় এখন থেকে মোট ৫৮টি সেবা দিবে ১৬টি সংস্থা।

অনুষ্ঠানে জানানো হয়, উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩৫ সংস্থার অংশীদারিত্বের মাধ্যমে ১৫৪টি সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিডা। নতুন করে সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে যেসব সেবা প্রদান করা হবে সেগুলো হলো-অগ্নিনিরাপত্তা লাইসেন্স অনুমোদনও নবায়ন, বহুতল ভবনের অনাপত্তি সনদপত্র প্রদান, ভূমি ক্রয় দলিল, ইজারা চুক্তি নামা রেজিস্ট্রেশন, বায়না দলিল, ভূমি সংক্রান্ত আমমোক্তারনামা নিবন্ধন, নিবন্ধিত দলিলের নকল সরবরাহ, শিল্প প্রতিষ্ঠানে পানিসংযোগ, বাণিজ্যিক প্রতিষ্ঠানে পানিসংযোগ, শিল্প প্রতিষ্ঠানে পয়ঃসংযোগ, বাণিজ্যিক প্রতিষ্ঠানে পয়ঃসংযোগ, প্রাতিষ্ঠানিক পর্যায়ে গভীর নলকূপ স্থাপনের অনুমতি প্রদান, ল্যান্ড/ইন্টারনেট প্রটোকল (আইপি) টেলিফোনসংযোগ/সুবিধাপ্রদান, উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) সংযোগপ্রদান, ডটবিডি এবং .বাংলা ডোমেইন নেম রেজিস্ট্রেশন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো আরো ১৭ সেবা

আপডেট টাইম : ০১:০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারি দপ্তরে দপ্তরে না ঘুরে একই ছাদের নিচে সব সেবা একসঙ্গে পেতে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। ভোগান্তি ও হয়রানি থেকে মুক্ত হতে ব্যবসায়ীদের দাবির মুখে অনলাইনে ওয়ান স্টপ সার্ভিসে সেবা দিতে শুরু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বিডার অনলাইনে নতুন করে যোগ হলো আরো ১৭টি সেবা। এসব সেবা দিতে বৃহস্পতিবার সরকারি ৪টি সংস্থার সঙ্গে চুক্তি করেছে বিডা। বর্তমানে ১১টি সংস্থার মাধ্যমে মোট ৪১টি সেবা দিয়ে আসছে বিডা। নতুন করে ১৭টি সেবা যুক্ত হওয়ায় এখন থেকে মোট ৫৮টি সেবা দিবে ১৬টি সংস্থা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড (বিডা) কার্যালয়ে ৪টি সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি সই অনুষ্ঠিত হয়েছে। এর আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, নিবন্ধন অধিদপ্তর, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশব কর্তৃপক্ষ ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড- বিটিসিএল। এ সময় জানানো হয় এ সংস্থাগুলো ১৭টি সেবা নিশ্চিত করবে।

এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, যেহেতু বাংলাদেশের জিডিপির ৮০ ভাগের বেশি আসে বেসরকারি খাত থেকে; তাই তাদের বিনিয়োগকে সহজ করতে দরকারি সব সেবা নিশ্চিত করতে সরকারের সব পর্যায়ের কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়া দরকার। সেবা সঠিক সময়ে দেওয়া হচ্ছে কি-না তা নিশ্চিত করতে নজরদারি বাড়াতে হবে। তিনি জানান, বিডার অনলাইন ওয়ানস্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে দেওয়া সেবার মধ্যে সময় মতো দেওয়া হয়েছে ৪৯ ভাগ, আর ৫১ ভাগ ক্ষেত্রে সময় মতো সহযোগিতা করতে পারেনি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। বর্তামানে ১১টি সংস্থার মাধ্যমে মোট ৪১টি সেবা দিয়ে আসছে বিডা। নতুন করে ১৭টি সেবা যুক্ত হওয়ায় এখন থেকে মোট ৫৮টি সেবা দিবে ১৬টি সংস্থা।

অনুষ্ঠানে জানানো হয়, উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩৫ সংস্থার অংশীদারিত্বের মাধ্যমে ১৫৪টি সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিডা। নতুন করে সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে যেসব সেবা প্রদান করা হবে সেগুলো হলো-অগ্নিনিরাপত্তা লাইসেন্স অনুমোদনও নবায়ন, বহুতল ভবনের অনাপত্তি সনদপত্র প্রদান, ভূমি ক্রয় দলিল, ইজারা চুক্তি নামা রেজিস্ট্রেশন, বায়না দলিল, ভূমি সংক্রান্ত আমমোক্তারনামা নিবন্ধন, নিবন্ধিত দলিলের নকল সরবরাহ, শিল্প প্রতিষ্ঠানে পানিসংযোগ, বাণিজ্যিক প্রতিষ্ঠানে পানিসংযোগ, শিল্প প্রতিষ্ঠানে পয়ঃসংযোগ, বাণিজ্যিক প্রতিষ্ঠানে পয়ঃসংযোগ, প্রাতিষ্ঠানিক পর্যায়ে গভীর নলকূপ স্থাপনের অনুমতি প্রদান, ল্যান্ড/ইন্টারনেট প্রটোকল (আইপি) টেলিফোনসংযোগ/সুবিধাপ্রদান, উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) সংযোগপ্রদান, ডটবিডি এবং .বাংলা ডোমেইন নেম রেজিস্ট্রেশন।