চকোরিয়ার বমুবিলছড়ি এখন বালু খেকুদের দখলে
- আপডেট টাইম : ০৮:৫৯:৪৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
- / ১৩৮ ৫০০০.০ বার পাঠক
লামা উপজেলার পাশ্ববর্তী চকোরিয়া উপজেলার বমুবিলছড়ি এখন বালু খেকুদের দখলে । প্রতিদিন এই বালু খেকুর দল প্রকাশ্য দিবালোকে প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরহামেশা কেউ বাবার দাপট আবার কেউ কেউ ভাইয়ের দাপটে ঢাপিয়ে তুলছে ফাদু খালের বালু দেখার কেউ নেই। এতে ভাঙ্গন হুমকিতে রয়েছে ফাঁদু খালের দু’ পাশ্বের ফসিল জমি জনবসতি রাস্তা সহ স্হাপনা। আর সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবাধে বিক্রি করছে এসব বালু।
সরজমিনে দেখা গেছে ফাঁদু খাল থেকে অবৈধ ভাবে সেলু মেশিন ব্যাবহার করে বালু উত্তোলন চলছে। যার ফলে বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায় এ এলাকার চারপাশ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানায় এখানে খননযন্ত্র দিয়ে প্রতিদিন বালু উত্তোলন করা হচ্ছে। এই কারণে খালের দু ‘পাড় ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে আতংস্কে বসবাস করছে স্হানীয়রা। এলাকার সচেতন মহল এই বালু খেকুর দলের কবল থেকে ফাঁদু খাল রক্ষা করার জোরদাবী জানিয়ে কক্সবাজার জেলা প্রশাসক মহোদয়ের জরুরি আশু হস্তক্ষেপ কামনা করছে।