গাজীপুর মহানগর পুলিশ কর্তৃক ২৪ ঘন্টার উদ্ধার অভিযানে মাদক এবং ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট গ্রেফতার ৩২ জন
- আপডেট টাইম : ০৮:৫৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
- / ২১২ ৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানান-গত ২৪ ঘন্টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধার অভিযানে ১৩৫ পিস ইয়াবা, ২২ গ্রাম হেরোইন, ০১ টি গাজার গাছ, ও মাদক বিক্রয়ের নগদ ১৮৬০ টাকা সহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডাকাতির প্রস্তুতি গ্রহণের অপরাধে ০১ টি চাপাতি, ০১ টি লোহার চাকু, ০১ টি কাঠের বাট যুক্ত চাকু, ০১ টি ছুরি, ১০০ গ্রাম মরিচের গুঁড়া সহ ০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ওয়ারেন্ট সহ মোট গ্রেফতার হয়েছে- ৩২ জন, মোট উদ্ধার হয়েছে- ১৩৫ পিস ইয়াবা, ২২ গ্রাম হেরোইন, ০১ টি গাজার গাছ, ও মাদক বিক্রয়ের নগদ ১৮৬০ টাকা ,০১ টি চাপাতি, ০১ টি লোহার চাকু, ০১ টি কাঠের বাট যুক্ত চাকু, ০১ টি ছুরি, ১০০ গ্রাম মরিচের গুঁড়া। পুলিশ কমিশনারের নির্দেশনা অনুযায়ী মাদক বিরোধী এবং অন্যান্য অভিযান অব্যাহত থাকবে।