সচেতনতা অবলম্বনে বাংলাদেশ প্রেসক্লাব আশুলিয়া থানা আহবায়ক কমিটির মাস্ক বিতরন
- আপডেট টাইম : ০৪:০৯:০০ অপরাহ্ণ, বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১
- / ৩৮৯ ৫০০০.০ বার পাঠক
মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি।।
আশুলিয়া থানায় করোনার প্রাদুর্ভাবে সচেতনতা অবলম্বন করতে।বাংলাদেশ প্রেসক্লাব আশুলিয়া থানা আহবায়ক কমিটির দুই হাজার পিছ মাস্ক বিতরন।বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মহাসচিব ফরিদ খানের নির্দেশনায়।গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে।জনসচেতনতা জাগ্রত করার লক্ষে।১০/০২/২০২১ বুধবার সকাল ১০ ঘটিকায়,আশুলিয়া থানা আহবায়ক কমিটির আহবায়ক বাবুল আহম্মেদের সভাপতিত্বে।উপস্থিত ছিলেন মোঃ আকরাম হোসেন।নাসিম খান,বাবুল শেখ,রিপন মিয়া।খোরশেদ আলম।সাঈম সরকার।শাহাদাত হোসেন।রাজমুল হুূদা।মোস্তাক আহম্মেদ।সেকেন্দার মির্জা।সাইফুল ইসলাম।আলিফ হোসেন।শামছুল আলম।নজরুল ইসলাম।মুফতি মাওঃশফিকুল ইসলাম।ইউসুব আলী খাঁন।ইমরান মোল্লা।একলাসুর রহমান শিরানা আক্তার।মোঃ রাসেল প্রমুখ
নবীনগর চন্দ্রা ও আব্দুল্লাপুর মহাসড়কে চলাচলরত পথ যাত্রীদের,মাস্ক বিহীন চলাটাকে সাবধানতা অবলম্বন করতে সহযোগিতা করেন। বাংলাদেশ প্রেসক্লাব আশুলিয়া থানা শাখার সদস্য বৃন্দ,নিজ হাতে মাস্ক পরিয়ে দিয়ে সকলকে সজাগ থাকতে অনুরোধ করেন।ভ্যান চালক,অটো চালক কাঁচা মালামাল ব্যবসায়ী,ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে।করোনার প্রাদুর্ভাব মোকাবিলা করতে।সচেতনতা অবলম্বনে সকলের সুদৃষ্টি কামনা করেন।বাংলাদেশ প্রেসক্লাব আশুলিয়া থানা আহবায়ক কমিটির সকল সদস্যএকযোগে বলেন।আমরা দেশের উন্নয়ন চাই।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, আমাদের লেখোনির মাধ্যমে সরকারের সহযোগিতায় আছি,থাকবো ইনশাআল্লাহ।