ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
ভৈরবে ট্রেন থেকে ছিনতাইকারী তিন নারী গ্রেপ্তার গাজীপুরের শ্রীপুরে বিপ্লব হত্যা মামলার আসামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অসহায় পুলিশ প্রশাসন জেনেও নীরব স্বাধীনতা বিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবেনা ।।ঠাকুরগাঁওয়ে শামসুজ্জামান দুদু জাতীয়তাবাদী দল বিএনপি’র মোংলা উপজেলার ২নং বুড়িডাঙ্গা ইউনিয়নের ওর্য়াড কমিটির নির্বাচন সম্পন্ন টাঙ্গাইলে আলহাজ্ব মোজাম্মেল হককে ও জাতীয় পার্টির কার্যক্রমকে কঠোর হস্তে দমন করবে বিএনপি-জামায়াত নেতারা, আওয়ামী-জাপা দালাল সাংবাদিকদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেব রোজার আগে পণ্যের দাম নিয়ে যে বার্তা দিলেন হাসনাত আবদুল্লাহ মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ফের নিষেধাজ্ঞা? বার্ষিক সাধারণ সভা ২০২৫ আয়োজিত ১৬ বছর পর কারামুক্ত বিডিআরের ১৬৮ সদস্য আইএমএফের শর্তে রাজস্ব আহরণে কতটা সফল, জানতে চায় অর্থ বিভাগ

গাজীপুর মহানগর ১ নং ওয়ার্ডে মোবাইল চুরির ঘটনায় পাল্টা পাল্টি হামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : ০১:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • / ১২৩ ৫০০০.০ বার পাঠক

গাজীপুর মহানগর ১ নং ওয়ার্ড বরিশালের টেক ১ নং খাশ খতিয়ানে,মোবাইল চুরি হওয়াকে কেন্দ্রকরে পাল্টা পাল্টি হামলা হয়েছে।

,বুধবার ০১ ই মার্চ ২০২৩ সকাল ৯ টায় এ অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে,মোবাইল চোর শরিফুল এর নিকট থেকে কম দামে ক্রয় ও বিক্রয় করেন নজরুল ইসলাম ও সোহাগ।এলাকার চিহিন্নীত চোর শরিফুল ও সর্ব প্রকার চোরদের প্রশ্রয় দিয়ে মোবাইল সহ বিভিন্ন সরন্জাম চুরি করতে সহযোগীতা করেন নজরুল গং।

তারা মাদককারবারীদের সাথে সক্ষতা গড়ে তুলে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন।বিগত দিনে যাদের মোবাইল হারানো যায় (১) কাউসার আলীর এর পোকো মোবাইল (২)শাওন এর ভিবো মোবাইল (৩) মোক্তার এর.স্যামসাং মোবাইল,সর্বমোট ৩ টি মোবাইল চুরি হয়।

চোর সিন্ডিকেট এর মুল হোতা নজরুল এর নিকটে মোবাইল এর সন্ধান মেলে,চোর সিন্ডিকেট এর হোতা নজরুল মোবাইল আছে স্বীকার করে একটি মোবাইল ফেরত প্রদান করেন,অপর মোবাইল দিবেনা মর্মে জোর জবরদস্তী করার প্রাক্কালে।

নজরুল সোহাগ এর চোর বাহিনীরা দা বটি চাপাতি নিয়ে পিয়াস গং এর উপরে ঝাপিয়ে পড়েন।এসময় পিয়াস গংদের বেঁধড়ক পিটিয়ে জখম করেন এবং উভয় পক্ষে ধস্তাধস্তি হয়।গোলোযোগ এর ঘটনা স্থানীয় কাউন্সিলর ওসমান গনি লিটন জানতে পেরে,একাধিক গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের সমন্বয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন।

এক পর্যায়ে উভয় পক্ষকে বসাবসির মাধ্যমে সমস্যা নিরসন করার কথা বললে,উভয় পক্ষ সম্মতি গ্রহন করেন,তারই পরিপেক্ষিতে আগামী ০৩ ই মার্চ শুক্রবার সকালে বসার দিন ধার্য করেন।কাউন্সিলর ও গণমাধ্যমকর্মী ও এলাকার,সকল গণ্যমান্য ব্যাক্তিবর্গের কথা উপেক্ষা করে নিজেদের কে নির্দ্বোষ প্রমান করতে,এবং চুরির অপবাদ ঢাকা দিতে আইনের হাত থেকে বাঁচতে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত বরাবর তৃষা মনি বাদি হয়ে একটি পরিকল্পনায় মাফিক লিখিত অভিযোগ দায়ের করেন।

গণমাধ্যমকর্মীদের পর্যবেক্ষণ এ বেরিয়ে আসেন কেঁচো খুড়তে শাপ,চোর সিন্ডিকেট ও চোরদের সহায়তাকারী চুরি থেকে মাদককারবারী নারী কেলেঙ্কারি ডাকাতি ছিনতাই এর মুল কারন,এদের কে আইনের আওতায় এনে নিরাপেক্ষ জিজ্ঞাসাবাদ করিলে ঘটনার সাথে জড়িতদের সন্ধান মিলবে,চুরির বিষয়টি তুচ্ছ না ভেবে এদের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনের আশুহস্থক্ষেপ কামনা করেন বরিশালের ট্যাক এর সাধারন মানুষ ও সুধী সমাজ।তবে এ ঘটনা টি বৃহত্তম আকার ধারন করা থেকে বিরত রাখতে,এলাকার সান্তি বজায় রাখার প্রত্যায়ে উভয়পক্ষকে নিয়ে,স্থানীয় কাউন্সিলর ওসমান গনি লিটন,এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের সমন্বয়ে গণমাধ্যমকর্মী সহ শিশু বৃদ্ধা ময়মুরুব্বি একত্রিত হয়ে,তুচ্ছ ঘটনাটিতে কারো উপরে কারো মনোমালিন্য না সকল কে সাধারণ ক্ষমার করে উভয়পক্ষকে কোলাকুলি করিয়ে সম্মিলিত ভাবে একেঅপরের সহযোগীতায় চোর বাটপার মাদককারবারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করিয়া বিচার কার্জের পরিসমাপ্তি ঘোষনা করেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুর মহানগর ১ নং ওয়ার্ডে মোবাইল চুরির ঘটনায় পাল্টা পাল্টি হামলা

আপডেট টাইম : ০১:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

গাজীপুর মহানগর ১ নং ওয়ার্ড বরিশালের টেক ১ নং খাশ খতিয়ানে,মোবাইল চুরি হওয়াকে কেন্দ্রকরে পাল্টা পাল্টি হামলা হয়েছে।

,বুধবার ০১ ই মার্চ ২০২৩ সকাল ৯ টায় এ অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে,মোবাইল চোর শরিফুল এর নিকট থেকে কম দামে ক্রয় ও বিক্রয় করেন নজরুল ইসলাম ও সোহাগ।এলাকার চিহিন্নীত চোর শরিফুল ও সর্ব প্রকার চোরদের প্রশ্রয় দিয়ে মোবাইল সহ বিভিন্ন সরন্জাম চুরি করতে সহযোগীতা করেন নজরুল গং।

তারা মাদককারবারীদের সাথে সক্ষতা গড়ে তুলে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন।বিগত দিনে যাদের মোবাইল হারানো যায় (১) কাউসার আলীর এর পোকো মোবাইল (২)শাওন এর ভিবো মোবাইল (৩) মোক্তার এর.স্যামসাং মোবাইল,সর্বমোট ৩ টি মোবাইল চুরি হয়।

চোর সিন্ডিকেট এর মুল হোতা নজরুল এর নিকটে মোবাইল এর সন্ধান মেলে,চোর সিন্ডিকেট এর হোতা নজরুল মোবাইল আছে স্বীকার করে একটি মোবাইল ফেরত প্রদান করেন,অপর মোবাইল দিবেনা মর্মে জোর জবরদস্তী করার প্রাক্কালে।

নজরুল সোহাগ এর চোর বাহিনীরা দা বটি চাপাতি নিয়ে পিয়াস গং এর উপরে ঝাপিয়ে পড়েন।এসময় পিয়াস গংদের বেঁধড়ক পিটিয়ে জখম করেন এবং উভয় পক্ষে ধস্তাধস্তি হয়।গোলোযোগ এর ঘটনা স্থানীয় কাউন্সিলর ওসমান গনি লিটন জানতে পেরে,একাধিক গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের সমন্বয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন।

এক পর্যায়ে উভয় পক্ষকে বসাবসির মাধ্যমে সমস্যা নিরসন করার কথা বললে,উভয় পক্ষ সম্মতি গ্রহন করেন,তারই পরিপেক্ষিতে আগামী ০৩ ই মার্চ শুক্রবার সকালে বসার দিন ধার্য করেন।কাউন্সিলর ও গণমাধ্যমকর্মী ও এলাকার,সকল গণ্যমান্য ব্যাক্তিবর্গের কথা উপেক্ষা করে নিজেদের কে নির্দ্বোষ প্রমান করতে,এবং চুরির অপবাদ ঢাকা দিতে আইনের হাত থেকে বাঁচতে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত বরাবর তৃষা মনি বাদি হয়ে একটি পরিকল্পনায় মাফিক লিখিত অভিযোগ দায়ের করেন।

গণমাধ্যমকর্মীদের পর্যবেক্ষণ এ বেরিয়ে আসেন কেঁচো খুড়তে শাপ,চোর সিন্ডিকেট ও চোরদের সহায়তাকারী চুরি থেকে মাদককারবারী নারী কেলেঙ্কারি ডাকাতি ছিনতাই এর মুল কারন,এদের কে আইনের আওতায় এনে নিরাপেক্ষ জিজ্ঞাসাবাদ করিলে ঘটনার সাথে জড়িতদের সন্ধান মিলবে,চুরির বিষয়টি তুচ্ছ না ভেবে এদের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনের আশুহস্থক্ষেপ কামনা করেন বরিশালের ট্যাক এর সাধারন মানুষ ও সুধী সমাজ।তবে এ ঘটনা টি বৃহত্তম আকার ধারন করা থেকে বিরত রাখতে,এলাকার সান্তি বজায় রাখার প্রত্যায়ে উভয়পক্ষকে নিয়ে,স্থানীয় কাউন্সিলর ওসমান গনি লিটন,এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের সমন্বয়ে গণমাধ্যমকর্মী সহ শিশু বৃদ্ধা ময়মুরুব্বি একত্রিত হয়ে,তুচ্ছ ঘটনাটিতে কারো উপরে কারো মনোমালিন্য না সকল কে সাধারণ ক্ষমার করে উভয়পক্ষকে কোলাকুলি করিয়ে সম্মিলিত ভাবে একেঅপরের সহযোগীতায় চোর বাটপার মাদককারবারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করিয়া বিচার কার্জের পরিসমাপ্তি ঘোষনা করেন।