পাথরঘাটার চর কাকচিড়ায় সুভাষ চন্দ্র হাওলাদারের গণসংযোগ ও খেলাধুলার সামগ্রী বিতরণ
- আপডেট টাইম : ০৭:২৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / ১৭৭ ৫০০০.০ বার পাঠক
আজ সকাল দশ ঘটিকায় পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের মাঝের চরে গণ সংযোগ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষচন্দ্র হাওলাদার। পাথরঘাটা উপজেলার ইউনিয়নের সবচেয়ে অবহেলিত জনপদ চর কাকচিড়া নামক মাঝেরচরের এই এলাকায় নেই কোন সরকারি প্রতিষ্ঠান উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কিংবা কমিউনিটি হাসপাতাল শুধুমাত্র একটি কাম সাইক্লোন সেল্টার নন এমপিও ভুক্ত প্রাইমারি বিদ্যালয় রয়েছে। এখানকার জনজীবনের দুরবস্থা দেখে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার তার গণসংযোগ কালে মাঝের চরের বসবাসরত বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান কমিউনিটি হাসপাতাল বাচায় প্রাণ, তাই আমাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী অবহেলিত এই বরগুনা ২ আসনে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মাঝি করে আপনাদের কাছে পাঠিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ আমি এই মাঝের চরের টেকসই বেড়িবাধ সহ শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি হাসপাতাল প্রতিষ্ঠা করবো, নদী বেষ্টিত এই মাঝের চরটি হবে পাথরঘাটা উপজেলার মধ্যে সবচেয়ে একটি আধুনিক দর্শনীয় এলাকা। আপনারা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী বিদ্যুৎ পেয়েছেন যেটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গণসংযোগ কালে তিনি আরও বলেন একমাত্র খেলাধুলাই পারে তরুণ ও যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে ইহা ভেবে অবহেলিত এই মাঝেরচরের তরুণ ও যুব সমাজের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন এবং এখানকার বাসিন্দাদের দ্বারে দ্বারে গিয়ে তাদের খোঁজ খবর নিয়ে দরিদ্র অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। এখানকার বাসিন্দারা তাকে পেয়ে আবেগ আপ্লুত কণ্ঠে স্বাগত জানিয়ে তাদের দুর্দশা তুলে ধরেন। তার এই গণসংযোগ কালে তার সাথে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলার ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ, বামনা উপজেলা ও রামনা ইউনিয়নের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উক্ত এলাকার ইউপি সদস্য আলহাজ্ব গোলাম সারোয়ার।