সিএমপি পাঁচলাইশ থানা পুলিশের চৌকশ টিম বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৮০ পিচ ইয়াবা সহ তিন মাদক কারবারী গ্রেফতার
- আপডেট টাইম : ০৯:৫৩:১৪ পূর্বাহ্ণ, শনিবার, ৪ মার্চ ২০২৩
- / ৫২৬ ৫০০০.০ বার পাঠক
সূত্র ও তথ্যমতে:সিএমপি চট্টগ্রাম পাচঁলাইশ মডেল থানা পুলিশ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান করা কালীন এস আই লুৎফর রহমান সোহেল.এস আই আফতাব হোসেন
এস আই শরীফ রোকনুজ্জামান এ এস আই শাহাদাৎ হোসেন নারী পুলিশ সদস্য ফারহানা বেগম. স্পেশাল মোবাইল ডিউডি করা কালীন এস আই আব্দুল কুদ্দুসের সহায়তায ২ মার্চ ২৩ ইং রাত ১০ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায়”যে সিএমপি পাঁচলাইশ থানাধীন ষোল শহর রেল স্টেশনের মুখে মাদক কারবারির ১টি চক্র ও তাদের চক্রের সদস্যরা ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে মাদক বিক্রয় করা কালীন মাদক কারবারী চক্রের সদস্য ১.বিপ্লব নাথ (২৫),পিতা- মৃত হরেন্দ্র নাথ সাং-সরব ভাটা,বৈদ্যর বাড়ী,থানা -রাঙ্গুনিয়া,জেলা-চট্টগ্রাম ; ২.নুপুর আক্তার(১৯),পিতা-মৃত সিরাজুল ইসলাম,কাজীরদি বাজার,চতর,থানা-বোয়ালমারি,জেলা-ফরিদপুর,বর্তমানে চিটাগাং রোড,মুক্তি নগর,হক মার্কেট গলি,মিজানের ভাড়াটিয়া,থানা-নারায়নগঞ্জ,জেলা -নারায়নগঞ্জ; ৩.সোহগী আক্তার(২৭),পিতা-আঃ নান্নু হাওলাদার,সাং-ইলিশা জংশন বাজার,আব্দুল কুদ্দুসের বাড়ী,থানা-ভোলা সদর,জেলা-ভোলা,বর্তমানে-গগন’গলি,শিশুপার্ক কলোনী,খাঁন জামাল কমিশনারের বাড়ির পাশে,থানা-কোতোয়ালী,জেলা—বরিশাল’দের ব্যাগ ও দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৩ হাজার ৮০ পিচ নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে.জানা যায় এই চক্রটি দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে. মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়ে আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আদালতে শোপর্দ করা হয়েছে বলে সিএমপি সূত্রে জানা যায়।