ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
জেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে মানবন্ধন ভৈরবে সুইচ গিয়ার এক ছিনতাইকারী কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের বিশুদ্ধানন্দ – শুভানন্দ অডিটোরিয়াম অনুষ্ঠিত ২০২৫ সাজেকে আগুন ছড়িয়ে পড়েছে একাধিক কটেজ ও রেস্টুরেন্টে রমজানে সরকারি অফিসের সময়সূচি ঘোষণা মুসলিম ‘গণহত্যা’র জন্য ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী সাবেক আইজিপিসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার এবার বিপ্লব কুমার সরকার ও মেহেদি হাসান বরখাস্ত ছাত্রীনিবাস থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয় সংঘর্ষ। আহত অর্ধ শতাধিক

তারাকান্দায় জমি বিক্রয়করে দখল না দেওয়ার অভিযোগ

মিজানুল ইসলাম( ময়মনসিংহ)
  • আপডেট টাইম : ০২:০০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১৯৩ ৫০০০.০ বার পাঠক

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের বিসকা গ্রামের হিন্দু পরিবারের পৈত্রিক সম্পত্তি বিক্রি করে দখল না দেওয়ার অভিযোগ উঠেছে শ্রী কৃষ্ণ চন্দ্র সূত্রধরের বিরুদ্ধে।

জানাযায়,শ্রী কৃষ্ণ চন্দ্র সুত্রধর দলিল নং৬৮৯, ৫শতাংশ,দলিল নং৩৬৪৮, ৫শতাংশ,দলিল নং ১১৯৯, ১০শতাংশ বিক্রয় করে আঃ হামিদ নিকট। আরো বিক্রয় করে দলিল নং১৬৭,১০শতাংশ,দলিল নং ১৭৬০,১৫ শতাংশ মৌলানা আঃ কুদ্দুছের নিকট।
জমি দখল দিতে নানা বাঁধা ও জমির মালিক তাদের নামে মিথ্যা মামলা দেয়।মামলা নং-৮২৫/১৯।৷ সেই মামলায় ডিগ্রি পান আঃ কুদ্দুছ ও আঃ হামিদ গং।সেখানে শ্রীকৃষ্ঞ সুত্রধর হলফনামায় বন্ডসই দিয়ে জমি বুঝিয়ে দিবেন বলে অঙ্গিকার দেন।আঃ হামিদ বলেন, দলিল মুলে ২০শতাংশ জমি ক্রয়করি শ্রী কৃষ্ণ চন্দ্র সুত্রধর ওরফে জগদীশের কাছ থেকে। জমি ক্রয় করার পর থেকে জায়গা বুঝিয়ে দিতে বহু টালবাহানা শুরু করে জগদীশ। স্থানীয় সালিশের মাধ্যমে কয়েক বার রফাদফা হয়।কিন্তু সে এসব তোয়াক্কা না করে সাম্প্রতিক দাংগা হাংগামার সৃষ্টি করে।মোওলানা আঃ কুদ্দুছ বলেন,সাফ কাওলা মুল জমি কিনে ভুগান্তির শেষ নেই। মিথ্যা মামলা দিয়ে ব্যাপক হয়রানি করছে জগদীশ ওরফে জগা। গত
শনিবার (১৮ ফেব্রুয়ারী ২০২৩) তারিখ সকালে স্থানীয় চেয়ারম্যান সাকের আহমেদ বাবুল এর নেতৃত্বে আঃ হাকিম ও আঃ কুদ্দুস সহ আপোষের লক্ষে শ্রী কৃষ্ণ সুত্রধরের সাথে দরবার হয়। এ বিষয়ে দফায় দফায় দরবার শালিস হলেও এর কোন সুরাহা হয়নি।পরে আপোষের মাধ্যমে জমির দাম বাড়তি দেড় লক্ষ টাকা নির্ধারণ করে দিতে বলে চেয়ারম্যান সাকের আহমেদ বাবুল।চেয়ারম্যান সাকির আহমেদ বাবুল বলেন,শত-শত মানুষের সামনে দরবারের মাধ্যমে বিষয় টি দু’পক্ষকে নিষ্পত্তি করা হয়েছে। এলাকায় শান্তি বিরাজ করছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তারাকান্দায় জমি বিক্রয়করে দখল না দেওয়ার অভিযোগ

আপডেট টাইম : ০২:০০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের বিসকা গ্রামের হিন্দু পরিবারের পৈত্রিক সম্পত্তি বিক্রি করে দখল না দেওয়ার অভিযোগ উঠেছে শ্রী কৃষ্ণ চন্দ্র সূত্রধরের বিরুদ্ধে।

জানাযায়,শ্রী কৃষ্ণ চন্দ্র সুত্রধর দলিল নং৬৮৯, ৫শতাংশ,দলিল নং৩৬৪৮, ৫শতাংশ,দলিল নং ১১৯৯, ১০শতাংশ বিক্রয় করে আঃ হামিদ নিকট। আরো বিক্রয় করে দলিল নং১৬৭,১০শতাংশ,দলিল নং ১৭৬০,১৫ শতাংশ মৌলানা আঃ কুদ্দুছের নিকট।
জমি দখল দিতে নানা বাঁধা ও জমির মালিক তাদের নামে মিথ্যা মামলা দেয়।মামলা নং-৮২৫/১৯।৷ সেই মামলায় ডিগ্রি পান আঃ কুদ্দুছ ও আঃ হামিদ গং।সেখানে শ্রীকৃষ্ঞ সুত্রধর হলফনামায় বন্ডসই দিয়ে জমি বুঝিয়ে দিবেন বলে অঙ্গিকার দেন।আঃ হামিদ বলেন, দলিল মুলে ২০শতাংশ জমি ক্রয়করি শ্রী কৃষ্ণ চন্দ্র সুত্রধর ওরফে জগদীশের কাছ থেকে। জমি ক্রয় করার পর থেকে জায়গা বুঝিয়ে দিতে বহু টালবাহানা শুরু করে জগদীশ। স্থানীয় সালিশের মাধ্যমে কয়েক বার রফাদফা হয়।কিন্তু সে এসব তোয়াক্কা না করে সাম্প্রতিক দাংগা হাংগামার সৃষ্টি করে।মোওলানা আঃ কুদ্দুছ বলেন,সাফ কাওলা মুল জমি কিনে ভুগান্তির শেষ নেই। মিথ্যা মামলা দিয়ে ব্যাপক হয়রানি করছে জগদীশ ওরফে জগা। গত
শনিবার (১৮ ফেব্রুয়ারী ২০২৩) তারিখ সকালে স্থানীয় চেয়ারম্যান সাকের আহমেদ বাবুল এর নেতৃত্বে আঃ হাকিম ও আঃ কুদ্দুস সহ আপোষের লক্ষে শ্রী কৃষ্ণ সুত্রধরের সাথে দরবার হয়। এ বিষয়ে দফায় দফায় দরবার শালিস হলেও এর কোন সুরাহা হয়নি।পরে আপোষের মাধ্যমে জমির দাম বাড়তি দেড় লক্ষ টাকা নির্ধারণ করে দিতে বলে চেয়ারম্যান সাকের আহমেদ বাবুল।চেয়ারম্যান সাকির আহমেদ বাবুল বলেন,শত-শত মানুষের সামনে দরবারের মাধ্যমে বিষয় টি দু’পক্ষকে নিষ্পত্তি করা হয়েছে। এলাকায় শান্তি বিরাজ করছে।