পশ্চিম বাংলার তথ্য সচিব হিসেবে নিয়োগ পেতে চলেছেন সাবেক পুলিশ কমিশনার বীরেন্দ্র
- আপডেট টাইম : ০৭:৫০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭৯ ৫০০০.০ বার পাঠক
দীর্ঘদিন ধরে পড়ে ছিল পশ্চিম বাংলার তথ্য সচিবের পদ। কিন্তু এবার আর খালি রাখা যাবেনা এই গুরুত্বপূর্ণ পদ। তাই ১৫,দিনের, নিয়োগ সঙ্ক্রান্ত বিজ্ঞাপ্তি দেয়া হয় রাজ্যে সরকারের পক্ষ থেকে। তাতে মোট ১০,জনের, নাম নথিভুক্ত করা হয়। সর্বদিক বিচার করে দেখা যায় যে এই পদের যোগ্য প্রার্থী হিসেবে সাবেক ডি জি পশ্চিম বাংলার শ্রী বীরেন্দ্র আই পি এস সবচেয়ে এগিয়ে। তাই পশ্চিম বাংলার বিধানসভা র পক্ষ থেকে পশ্চিম বাংলার পরিষদীয় মন্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিম বাংলার বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী মিলে সিদ্ধান্ত নেবার কথা ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী শেষ মুহূর্তে এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বৈঠকে মিলিত হয়নি। এবং প্রতিবাদ করে একটি লিখিত অভিযোগ করেন। অবশেষে পশ্চিম বাংলার পরিষদীয় মন্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আগামী দিনে পশ্চিম বাংলার তথ্য সচিব হিসেবে কাজ করবেন শ্রী বীরেন্দ্র। এই বীরেন্দ্র আই পি এস পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে মনে করেন পশ্চিম বাংলার বিরোধী দলের নেতৃত্ব।।