সময়ের কন্ঠ হবিগঞ্জ সংবাদদাতা।।
চুনারুঘাট পৌরসভা নির্বাচনে এক মেয়র পদপ্রার্থীর কর্মী-সমর্থকদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, চুনারুঘাট থানার পুলিশ গত দুই দিন গভীর রাতে গ্রামে গ্রামে গিয়ে বিএনপির প্রার্থী নাজিম উদ্দিনের সমর্থকদের বাড়ির দরজা-জানালা ভাঙচুর করেছে। তাদের ডাকাতির মামলা দিয়ে রিমান্ডে এনে হাত ভেঙে দেওয়ারও হুমকি দেয়।গতকাল সোমবার রাতে পাকুরিয়া, বড়াইল ও চন্দনা গ্রামে পুলিশ হানা দেয়। এর মধ্যে বড়াইল গ্রামে মেয়র পদপ্রার্থীর বাড়িতে গিয়ে দরজা-জানালায় লাথি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার আত্মীয়স্বজনকে এলাকা ছেড়ে চলে যেতে নির্দেশ দেয়।পুলিশের এই আচরণে এলাকায় ভীতির সৃষ্টি হয়েছে। এর মধ্যে গতকাল রাতে পাকুরিয়া গ্রামে এক পূর্বনির্ধারিত উঠানবৈঠক ছিল। কিন্তু পুলিশ উঠানবৈঠকের স্থল ঘেরাও করে রাখে। গ্রামের লোকদের বৈঠকে যেতে বাধা দেয়। এ বিষয়ে মেয়র পদপ্রার্থী নাজিম উদ্দিন রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
সংবাদ শিরোনাম ::
মেয়র প্রার্থীর কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে পুলিশ
-
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:৫২:২২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি ২০২১
- ২২৪ ০.০০০ বার পাঠক
আরো খবর.......
জনপ্রিয় সংবাদ