বেস্ট অব দ্য বেস্টই চাকরি পাবে: এসপি
- আপডেট টাইম : ১২:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৩৭ ৫০০০.০ বার পাঠক
শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল থেকে নিয়োগপ্রার্থীদের পদচারণায় মুখরিত ছিল পুলিশ লাইন্স এলাকা।
সংশ্লিষ্ট সূত্র ও আগতরা জানান, সকাল ৮টায় শুরু হয় শারীরিক মাপ ও ফিজিক্যাল অ্যান্ড্যুরেন্স টেস্ট (PET) পরীক্ষা। সাধারণ ও কোটাভিত্তিক পুরুষ এবং নারীরা ভিন্ন লাইনে দাঁড়িয়ে এ কার্যক্রমে অংশ নেন।
জেলা পুলিশের তথ্যমতে, শেরপুরের পুলিশ সুপারকে চেয়ারম্যান করে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে একজন এআইজি ও অতিরিক্ত পুলিশ সুপার এবং রেঞ্জের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার সমন্বয়ে নিয়োগ পরীক্ষার বোর্ড গঠন করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, বিগত কয়েকটি নিয়োগে পরিচ্ছন্নভাবে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবারও সেটি অব্যাহত রয়েছে। এখানে সম্পূর্ণরূপে যোগ্যপ্রার্থীরাই নির্বাচিত হবে।
পুলিশ সুপার বলেন, আপনাদের সহযোগিতায় বেস্ট অব দ্য বেস্টকেই আমরা পুলিশে নিয়োগ দিতে চাই। কেউ যদি দালাল চক্রের প্রলোভনে কোনো অর্থ প্রদান করেন সেটি ভুল সিদ্ধান্ত হবে। সম্পূর্ণরূপে মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে আপনাদের সন্তান ও আত্মীয়রা এখানে নিয়োগ পাবেন। কোনো ধরনের দালাল চক্রের ফাঁদে পা দেবেন না।