সিএমপি পাচঁলাইশ মডেল থানায় মোটরসাইকেল উদ্ধার সহ চোর দলের ২ সদস্য গ্রেফতার
- আপডেট টাইম : ১১:১৯:২৮ পূর্বাহ্ণ, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৩
- / ১৮৩ ৫০০০.০ বার পাঠক
সূত্র ও তথ্য মতে জানা যায় গত ৩১জানুয়ারি ২৩ ইং তারিখ রা ত ৮ ঘটিকার সময় পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম ও তার বন্ধু মোহাম্মদ লোকমান সহ আতুরার ডিপো খাবার মেলা রেস্টুরেন্টে নাস্তা করা কালীন গ্রেফতারকৃত আসামীরা ১. ইমতিয়াজ সিয়াম (২১)পিতা আক্তার হোসেন সাং বিবিরহাট মান্নান বেকারি গলি আখতার হোসেনের বাড়ি;থানা- পাঁচলাইশ ২.নুরুল বাশার বিপ্লু.পিতা মৃত কালামিয়া.সাং বিবিরহাট. বড় বাড়ি.থানা পাঁচলাইশ চট্টগ্রাম ৩.মোস্তাকিম জুবায়ের শিহাব (২২) দ্বয়-বাইক R 15 যাহার রেজি: নং ঢাকা মেট্রো-ল 47-3901 মোটর সাইকেলটি ক্রয়ের কথা বলে বাদীর কাছ থেকে মোটর সাইকেলটি চালায়ি দেখার জন্য নিয়ে যায়. আসামি’রা মোটর সাইকেলটি নিয়ে ফিরে না আসাতে পরবর্তীতে আসামীদের একটি মোবাইল কলের মাধ্যমে জানতে পারে আসামিরা মোটর সাইকেলটি আত্মসাৎ করার উদ্দেশ্য তাদের হেফাজতে রেখে দেয়. এবং বাইক ফেরত নিতে হলে মোটর সাইকেলের মালিকের কাছ থেকে কাছ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা দাবি করে এবং উক্ত টাকা নিয়ে গত ২ফেব্রুয়ারি ২৩ ইং সন্ধ্যা ৭ ঘটিকার সময় হামজার বাগ আজাদী কমিউনিটি সেন্টারে যাইতে বলে. বাদী সেখানে গেলে আসামিরা তাকে আটকে রেখে ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে মোটর সাইকেলটি ফেরত নিয়ে যেতে বলে-বাদী আসামিদেরকে দাবিকৃত টাকা দিবে বলে কৌশলে সেখান থেকে চলে আসে.
পরবর্তীতে বিষয়টি পাঁচলাইশ থানা পুলিশকে অবহিত করিলে. পাঁচলাইশ থানার এস আই মো: নুরু আমিন এর নেতৃত্বে এসআই লুৎফুর রহমান-সোহেল- সঙ্গীয় ফোর্স সহ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ ফেব্রুয়ারি ২৩ ইং দিবা গত রাত ১২ ঘটিকার সময় মোটর সাইকেল সহ চোর দলের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়. উক্ত বিষয়ে আসামিদের বিরুদ্ধে পাঁচলাইশ থানার মামালা নাম্বার ৬ রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্র জানা যায়।