খোলা আঁকাশের নিচে পাঠদান মোহাম্মাদিয়া নূরানী ও হাফিজী মাদ্রাসা
- আপডেট টাইম : ০৯:২৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ২১১ ৫০০০.০ বার পাঠক
পিরোজপুরের নাজিরপুরে দেউলবাড়ী দোবরা ইউনিয়নের বেপারী বাড়ী মোহাম্মাদিয়া নূরানী ও হাফিজী মাদ্রসার শিক্ষার্থীদের পাঠদান চলছে খোলা আকাশের নিচে।
রবিবার ৫ ফেব্রুয়ারী সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঈদগাহ্ মাঠ চত্তরে খোলা আঁকাশের নিচে ঘন কুয়াশাচ্ছন্ন পরিবেশে চলছে পাঠ দান।
মূলত এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় দীর্ঘ দিন ধরে অত্র প্রতিষ্ঠানে এভাবে শিক্ষা কার্যক্রম চলে আসছে। দেউলবাড়ী গ্রাম সহ পার্শ্ববর্তী এলাকার কোমলমতি শিশুরা শিক্ষা নিতে এ মাদ্রাসায় ভর্তি হয়েছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৬৩ জন শিক্ষার্থী রয়েছে। ইউনিয়নটি প্রত্যন্ত বিলাঞ্চলে অবস্থিত
হওয়ায় এলাকার প্রায় ৯০ শতাংশ মানুষ-ই কৃষি কাজের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। তাদের পক্ষে একটি ভবন করা কষ্টসাধ্য হয়ে পড়ছে। প্রচন্ড শীতে কোমলমতি শিক্ষার্থীরা খোলা আঁকাশের নিচে বসেই নিয়মিত পাঠ দান করে আসছে। এখানে রয়েছে নূরানী প্লে-নার্সারী, ১ম থেকে ৩য় শ্রেণি সহ হেফজ বিভাগ পর্যন্ত। প্রায় ৩ বছর ধরে সকাল সাড়ে ৮ টা থেকে দুপুর সাড়ে ১২ টা এবং বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত পঠদান কার্যক্রম চলছে।
শিক্ষার্থী অভিভাবকরা জানান, ইসলামীক শিক্ষা গ্রহনের জন্য আমাদের এলাকার কাছাকাছি এই মাদ্রাসাটি অবস্থিত,যার কারণে বাধ্য হয়ে আমাদের শিশুদের এখানেই ভর্তি করানো হয়েছে, আমাদের সাহায্য সহযোগীতায়ই চলে এ মাদ্রাসা।
এবিষয়ে ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা নূরুল ইসলাম বলেন, জনসাধারণের সার্বিক সহযোগীতায় চলছে এ মাদ্রাসা, বর্ষাকালে মসজিদের বরান্দায় বসে পাঠদান কার্যক্রম চলে। সরকারি সাহায্যে যদি একটি ভবন নির্মান করে দেয় তা হলে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে আরো ভালভাবে চালাতে পারব।
অত্র মাদ্রাসার সভাপতি আবুল কালাম বেপারী জানান, আমরা এলাকার কিছু লোকজনদের নিয়ে চাঁদা তুলে মাদ্রাসা চালাই। পিরোজপুর-১ আসনের এমপি ও মাননীয় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এ্যাড. শ.ম রেজাউল করিম মহোদয়ের কাছে একটি ভবনের জন্য আবেদন করেছি তার মাধ্যমে যদি একটি ভবন পাই তাহলে এলাকার মুসলিম শিক্ষার্থীরা ভালভাবে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হবে কোরআনের হাফেজ হবে, আমাদের একটাই দাবী যাহাতে এ মাদ্রাসায় একটি ভবন করে দেয়।