বাংলায় আমাদের কন্ঠরুদ্ধ করার চেষ্টা হচ্ছে, গর্জে উঠলেন আই এস এফ নেত্রী আসমা বিবি
- আপডেট টাইম : ০২:৫৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ২২১ ৫০০০.০ বার পাঠক
গত কয়েকদিন আগে পশ্চিম বাংলার রাজনৈতিক দল আই এস এফ এর প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে কলকাতার একটি জমায়েত ছিল। সেই জমায়েত কে কেন্দ্র করে আই এস এফ নেত্রী ও নেত্রীদের কলকাতা যাওয়ার পথে বাধা দেয় বলে অভিযোগ করেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও আই এস এফ নেতা ফুরফুরা শরীফের পীরজাদারা নওশাদ সিদ্দিকী। তিনি তার বাধাপ্রাপ্ত সদস্যদের ভাঙ্গড় থেকে কলকাতায় আসার জন্য সহ শরীরে প্রবেশ করেন তার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাতিশাল এলাকায়। এবং এই এলাকায় আই এস এফ নেতা ও নেত্রীদের সাথে খন্ড যুদ্ধ বাধে কলকাতার জমায়েতে আসা মানুষের সাথে। তার পর বিধায়ক নওশাদ সিদ্দিকী তার দলবদ্ধ ভাবে কলকাতায় আসেন। এই ঘটনার প্রতিবাদ করতে কলকাতার রাজপথে ধর্মঘট শুরু করেন। এবং কলকাতার রাজপথ আটকে পড়ে যানবাহন। অবশেষে পুলিশ এসে অবরোধ তুলতে লাঠি চার্জ করে এবং কাঁদানে টিয়ার গ্যাস ছোড়ে। এবং ঘটনার স্হান থেকে কলকাতা পুলিশ পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও আই এস এফ নেতা পীরজাদারা নওশাদ সিদ্দিকী সহ মোট ১৮,জনকে, গ্রেপ্তার করে। এবং এই নেতা ও নেত্রীদের মোট ১৪,দিনের, জেল হাজতে রাখার নির্দেশ দেন। এই ঘটনার প্রতিবাদে আটক আই এস এফ নেত্রী কে বন্দী থাকার সময় মানবিক সাহায্য করেন নি কলকাতা পুলিশ এমন অভিযোগ করেন। তিনি বলেন যত চেস্টা করুক না কেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ও তৃনমূল দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের গনতান্ত্রিক আন্দোলন কে রুখতে পারবে না বলে হুশিয়ারি দেন কলকাতা কোটের সামনে।।