আশুলিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ জনের জেল
- আপডেট টাইম : ০২:৪১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৪ ৫০০০.০ বার পাঠক
আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় ফসলি জমির মাটি কাটা কেন্দ্র করে অভিযান পরিচালনা।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বেলা ১০ টা থেকে দিনভর এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসন সহকারী (ভূমি) রাজস্ব সার্কেল আশুলিয়া। সহকারী(ভূমি)রাজস্ব সার্কেল কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন,অর্থ লোভী কিছু অসাধু মানুষ রাষ্ট্রীয় আইন অমান্য করে ভেকু দিয়ে ফসলী জমির মাটি কেটে অবৈধ ইটের ভাটায় বিক্রি করছেন,এমন তথ্যের ভিত্তিতে শিমুলিয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ফসলি জমির মাটি কাটার দায়ে ৮ জনকে ১ মাস করে জেল,দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সাজা প্রাপ্ত আসামীরা হলো, (১)মামুন ইসলাম পিতা সাইফুল ইসলাম গ্রাম ভাড়ারিয়া ধামরাই(২)শিবলু হোসেন পিতা মানিক মিয়া ধামরাই(৩) জুলহাস মিয়া পিতা মালেক গ্রাম ভাড়ারিয়া ধামরাই(৪) রসুল উদ্দিন পিতা মৃত ফেলু বেপারী,(৫) মকবুল হোসেন পিতা মান্নান নিশিনগর আশুলিয়া(৬) আকবর হোসেন পিতা নুর ইসলাম গ্রাম গোহাইল বাড়ি আশুলিয়া(৭),সাইফুল ইসলাম পিতা বদর উদ্দিন গ্রাম ডুবাইল কালিয়াকৈর (৮) মসলেম উদ্দিন পিতা আবুল হোসেন গ্রাম গোসাত্রা কালিয়াকৈর (৯) রাজীব পিতা সুলতান পাকুরাইল কালিয়াকৈর এদের মধ্যে একজন কে বিশেষ বিবেচনায় ছেড়ে দেওয়া হয়।
এলাকাবাসী বলেন এই মাটিবহনকারী ট্রাকগুলো চলাচলের কারনে শিশু কিশোর শিক্ষার্থীরা স্কুলে যেতে পারেনা,পাকা রাস্তা কাঁদায় পরিনত হয়ে যায়,অতিরিক্ত বহনকারী গাড়িগুলো চলাচলে কাঁচা রাস্তগুলো পুকুর নদিনালায় পরিনত,বেপরোয়া চলাচলে দীর্ঘ যানযট,হেলপার ড্রাইভারদের মধ্যে মাদকের ছড়াছড়ি,শব্দ দুষন,চার ফসলি জমি কর্তন,টাটকা ফসল বিনষ্ট করে চলাচলের ব্যবস্থা করা,সবমিলিয়ে নানা বাঁধায় বাঁধায় জীবন অতিবাহিত করছেন শিমুলিয়াবাসী,এটা দেখেও না দেখার ভান করে বসে আছে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি রা,অসাধু ব্যাক্তি রা সবাই এই ভূমি বিনষ্টকারীদের সাথে সম্পৃক্তা।এলাকবাসী বলেন শুধু রাঙ্গামাটি তে নয় পুরা শিমুলিয়া জুড়ে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখলে এলাকার শিশু বৃদ্ধা আমজনতা সহ সকল শ্রেনী পেশার মানুষ সুখে শান্তিতে থাকবে,বাঁচবে প্রকৃতি।এ ধরনের কার্য পরিচালনা করার জন্য প্রশাসন কে সাধুবাদ জানিয়েছেন এলাকবাসী,এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকবাসী ও সুধীসমাজ।