ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
তারাকান্দা উপজেলায় ছেঁড়া ১০টাকা নিয়ে সংঘর্ষে ছেলে নিহত-বাবা সংকটাপন্ন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তিনজন পুরুষ ভাইস চেয়ারম্যান একজন মনোনয়ন প্রত্যাহার করেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের অভিযানে ৪১ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ১আসামী গ্রেফতার নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনসহ ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ আর কত রক্ত ঝরাবে সাংবাদিকদের আবারো হামলা হলো সাংবাদিক মামুনের উপর আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ তীব্র তাপদাহে গলে গেছে সড়কের পিচ জামালপুরে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন ঘটায় কৃষি অর্থনীতি চাঙ্গাঁ টাঙ্গাইল গোপালপুর পৌরসভা ৩ নং ওয়ার্ড আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দেরে তুই এই অনুষ্ঠান নওগাঁয় গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ভোট কেন্দ্রের পাশে চায়ের দোকানে আড্ডা পদত্যাগকারী বিএনপির এমপি

ভোটের দিনে একটি ভোট কেন্দ্রের পাশে আড্ডা দিচ্ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি’র পদত্যাগকারী জাতীয় সংসদের সদস্য জাহিদুর রহমান জাহিদ।

এ আসনটিতে ভোট গ্রহণ চলাকালে বিএনপি’র সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমানকে আজ বুধবার (১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার সময় পীরগঞ্জ চৌরাস্তা মোড়ে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছেলেন তিনি। পাশেই একটি ভোট কেন্দ্র।
এসময় জানতে চাইলে তিনি বলেন, আমার ভাবী মারা গেছেন। গ্রামের বাড়িতে গিয়ে পরিবারকে শান্তনা দিতে গিয়েছিলাম। সেখানে থেকে ফিরে চায়ের দোকানে বসেছি।
বিএনপি’র নেতাকর্মীরা এ নির্বাচন বর্জন করেছে দাবি করে তিনি জানান, আমাদের দলটির নেতাকর্মীসহ বিএনপিকে সমর্থক করে এমন কোন ভোটার আজকে ভোট কেন্দ্রে যাবে না। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আওয়ামীলীগের অধীনে মানুষের ভোটের প্রতি কোন আস্থা নেই। আপনারা বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখলেই বুঝতে পারবেন।তবে তিনি বলেন , আওয়ামীলীগ নেতারা ১৪দলীয় জোটের প্রার্থীর পক্ষে শুধু মঞ্চে। মন থেকে আর একজনের।
এ আসনের উপ-নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইভিএম এর মাধ্যমে ১২৮টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ন ভোট গ্রহণ চলছে।
আসনটিতে ২০১৮ সালে ১৪ দলের প্রার্থী ইয়াসিন আলীকে পরাজিত করে বিএনপি’র প্রার্থী জাহিদুর রহমান নির্বাচিত হন। ২০২২ সালের ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপি’র বিভাগীয় সমাবেশে দলটির নির্বাচিত সংসদ সদস্যরা পদত্যাগ করার ঘোষণা দেন। পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে অন্যান্য সংসদ সদস্যদের সাথে ঠাকুরগাঁও-৩ আসনে সংসদ সদস্য জাহিদুর রহমান পদত্যাগ করেন। সেই আসনটি শূন্য ঘোষণা করে আজ ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করেন নির্বাচন কমিশনার।
গুহাগাঁও মাদ্রাসা ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপাধান চন্দ্র রায় জানান, আজ সকাল থেকে ঠান্ডা বেড়েছে। বেলা বাড়ার সাথে সাথে ঠান্ডা কমলে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাবে। তাছাড়া নারী ভোটাররা বাড়ীর কাজ শেষ করে ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন।
আসনটিতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন ১৪ দলের প্রার্থী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ইয়াসিন আলী হাতুড়ি প্রতীকে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ২বারের এমপি হাফিজ উদ্দিন আহম্মেদ লাঙ্গল প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় একতারা প্রতীকে, জাকের পার্টির এমদাদুল হক গোলাপ ফুল প্রতীকে, ন্যাশনাল পিপলস পার্টির সাফি আল আসাদ আম প্রতীকে ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ।
আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন ।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

তারাকান্দা উপজেলায় ছেঁড়া ১০টাকা নিয়ে সংঘর্ষে ছেলে নিহত-বাবা সংকটাপন্ন

ঠাকুরগাঁওয়ে ভোট কেন্দ্রের পাশে চায়ের দোকানে আড্ডা পদত্যাগকারী বিএনপির এমপি

আপডেট টাইম : ১০:২৪:৪২ পূর্বাহ্ণ, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০২৩

ভোটের দিনে একটি ভোট কেন্দ্রের পাশে আড্ডা দিচ্ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি’র পদত্যাগকারী জাতীয় সংসদের সদস্য জাহিদুর রহমান জাহিদ।

এ আসনটিতে ভোট গ্রহণ চলাকালে বিএনপি’র সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমানকে আজ বুধবার (১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার সময় পীরগঞ্জ চৌরাস্তা মোড়ে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছেলেন তিনি। পাশেই একটি ভোট কেন্দ্র।
এসময় জানতে চাইলে তিনি বলেন, আমার ভাবী মারা গেছেন। গ্রামের বাড়িতে গিয়ে পরিবারকে শান্তনা দিতে গিয়েছিলাম। সেখানে থেকে ফিরে চায়ের দোকানে বসেছি।
বিএনপি’র নেতাকর্মীরা এ নির্বাচন বর্জন করেছে দাবি করে তিনি জানান, আমাদের দলটির নেতাকর্মীসহ বিএনপিকে সমর্থক করে এমন কোন ভোটার আজকে ভোট কেন্দ্রে যাবে না। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আওয়ামীলীগের অধীনে মানুষের ভোটের প্রতি কোন আস্থা নেই। আপনারা বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখলেই বুঝতে পারবেন।তবে তিনি বলেন , আওয়ামীলীগ নেতারা ১৪দলীয় জোটের প্রার্থীর পক্ষে শুধু মঞ্চে। মন থেকে আর একজনের।
এ আসনের উপ-নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইভিএম এর মাধ্যমে ১২৮টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ন ভোট গ্রহণ চলছে।
আসনটিতে ২০১৮ সালে ১৪ দলের প্রার্থী ইয়াসিন আলীকে পরাজিত করে বিএনপি’র প্রার্থী জাহিদুর রহমান নির্বাচিত হন। ২০২২ সালের ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপি’র বিভাগীয় সমাবেশে দলটির নির্বাচিত সংসদ সদস্যরা পদত্যাগ করার ঘোষণা দেন। পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে অন্যান্য সংসদ সদস্যদের সাথে ঠাকুরগাঁও-৩ আসনে সংসদ সদস্য জাহিদুর রহমান পদত্যাগ করেন। সেই আসনটি শূন্য ঘোষণা করে আজ ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করেন নির্বাচন কমিশনার।
গুহাগাঁও মাদ্রাসা ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপাধান চন্দ্র রায় জানান, আজ সকাল থেকে ঠান্ডা বেড়েছে। বেলা বাড়ার সাথে সাথে ঠান্ডা কমলে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাবে। তাছাড়া নারী ভোটাররা বাড়ীর কাজ শেষ করে ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন।
আসনটিতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন ১৪ দলের প্রার্থী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ইয়াসিন আলী হাতুড়ি প্রতীকে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ২বারের এমপি হাফিজ উদ্দিন আহম্মেদ লাঙ্গল প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় একতারা প্রতীকে, জাকের পার্টির এমদাদুল হক গোলাপ ফুল প্রতীকে, ন্যাশনাল পিপলস পার্টির সাফি আল আসাদ আম প্রতীকে ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ।
আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন ।