নাজিরপুরে নৌকা ডুবে ১ (এক) জনের মৃত্যু
- আপডেট টাইম : ১১:২৯:৫৮ পূর্বাহ্ণ, সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩
- / ১৯৪ ৫০০০.০ বার পাঠক
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নৌকাডুবে জুলুমাত শেখ ( ৬০) নামে একজনের মৃত্যু হয়েছে
উক্ত ঘটনায় সুজন শেখ ( ৩২) নামে এক যুবক আহত হয়েছে। গুরুতর আহত যুবককে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেলে প্রেরন করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারী) দিবাগত রাত ১২ টার সময় শাঁখারীকাঠি ইউনিয়নের গিলাতলা নতুন ব্রীজের কাছে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিহত জুলমত শেখ বাগেরহাট জেলার সদর উপজেলার ৩নং গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের ওয়াহাব উদ্দিন শেখের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য এমদাদুল ইসলাম হাওলাদার জানান, রাত ১২ টার দিকে মুঠো ফোনে খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে ছোট নদীতে ইট বোজাই একটি ডুবে যাওয়া নৌকার মাস্তুল দেখতে পাই এবং ৯৯৯ এ কল করে প্রশাসনের সহযোগিতা নেই । তিনি আরো জানান, ওই দুই ব্যাক্তি ঘুমান্ত অবস্থায় ইট বোজাই নৌকার ভিতর অবস্থান করছিল। হঠাৎ নৌকাটি ডুবে গেলে সুজন শেখ নৌকা দিয়ে বের হতে পারলেও অপরজন বের হতে পারে নাই।
নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হুমায়ন কবীর জানান, রাতে ফায়ার সার্ভিস নিয়ে ঘটনাস্থলে যাই, ফায়ার সার্ভিসের নিজস্ব ডুবারী না থাকায় ভোর পর্যন্ত অপেক্ষা করতে বলি। পরে ভাটায় পানি কমে গেলে স্থানীরা মাস্তুল ভেংগে লাশ বের করে। এ বিষয় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ও লাশ সুরতহালের জন্য প্রস্তুতি গ্রহন করা হয়েছে।