ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
সংবাদ শিরোনাম ::
সুখী দেশের তালিকায় পাকিস্তান, মিয়ানমার, ভারত, শ্রীলঙ্কার পেছনে বাংলাদেশ ব্যাপক উৎস ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো ঢাকাস্থ লক্ষ্মীপুর সদর ফোরামের ইফতার মাহফিল ও মতবিনিময় সভা হবিগঞ্জে উপ-সহকারী ভূমি কর্মকর্তা গ্রে প্তা র ভৈরবে অভিনব কায়দায় মাদক পাচারকালে নারী মাদক কারবারি গ্রেফতার১৯ মার্চ ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের মূল্যায়ন সভা অস্তিত্ব রক্ষায় ৭ দফা দাবীতে ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ টেকনিশিয়ানদের কর্মবিরতি ও মানববন্ধন পিরোজপুর জেলার, মঠবাড়িয়া উপজেলায়, অজ্ঞাত পরিচয়ের অর্ধ গলিত এক, নারীর গলাকাটা লাশ উদ্ধার কিশোরগঞ্জের ভৈরবে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে প্রথম ৩০ মিনিটে হিট এক কোটি ২৩ লাখ, বিক্রি প্রায় ৩৩ হাজার টিকিট অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

যশোরে তিন বছরে বিষাক্ত স্পিরিট পানে মৃত্যু ১৯

যশোর প্রতিনিধি
  • আপডেট টাইম : ০৬:৪১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
  • / ২৩৩ ৫০০০.০ বার পাঠক

যশোরে মাদকের নীল ছোবলে যুবসমাজ ধ্বংসের মুখে। সীমান্তবর্তী জেলা হওয়ায় খুব সহজেই হাতের নাগালে মিলছে ভয়ংকর সব মাদক।আলোর পথ থেকে দূরে সরে যাচ্ছে প্রজন্ম। ইথাইল অ্যালকোহলের ৯৫.৬% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট (Rectified spirit) বলে। এতে ৪.৪% পানি থাকে। ডাক্তারি কাজে পচন নিবারক ও জীবাণুনাশক হিসাবে রেকটিফাইড স্পিরিট ব্যবহার করা হয়।তুলনামূলকভাবে সহজলভ্য হওয়ায় হোমিওপ্যাথি দোকান ও চোরাই পথে আসা বিষাক্ত স্পিরিট পানে (নেশাজাতীয় দ্রব্য) গত তিন বছরে যশোরে ১৯ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছে কয়েকশ ।

জানা গেছে, গত ২৫ জানুয়ারি রাতে যশোর সদরের আবাদ কচুয়া গ্রামের একটি বাগানে এই গ্রামের ইসলাম হোসেন, আবুল কাশেম ও জাকির হোসেন এবং সিতারামপুর গ্রামের বাবলু হোসেন ও রিপন হোসেনসহ ২৪ জন নেশাজাতীয় দ্রব্য পান করেন। এর মধ্যে ৩ জন মারা গেছে। বাকীরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এদের বেশিরভাগ বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে মারা যান। আর এ মদ তৈরি হয় রেকটিফাইড স্পিরিটের সঙ্গে বিভিন্ন উপকরণ মিশিয়ে। যশোরে বেশ কয়েকটি চক্র এরসঙ্গে জড়িত। যশোরের হোমিওপ্যাথিক দোকান ও ঢাকার মিডফোর্ড থেকে চক্রটি এ রেকটিফাইড স্পিরিট সংগ্রহ করে। প্রশাসনের অভিযানে মাঝে মধ্যে এ মদ ও রেকটিফাইড স্পিরিটের দু-একটি চালান ধরা পড়লেও সাধারণ সময়ে বেচাকেনা হয় অহরহ। কিন্তু এ মদ যখন বিষাক্ত হয়ে যায় তখনই মৃত্যুর ঘটনা ঘটে।

এরআগে ২০২০ সালের ১৭ জুন যশোরের ঝিকরগাছায় নেশাজাতীয় দ্রব্য পানে রাজাপুর গ্রামের হাবিল গাজী ও নুর ইসলাম খোকা, বর্নি গ্রামের ফারুক হোসেন, হাজিরালী গ্রামের আসমত আলী, পুরন্দরপুর গ্রামের হামিদুর রহমান এবং ঋষিপাড়ার নারায়ণের মৃত্যু হয়।

একই বছরের ২৫ ও ২৬ এপ্রিল নেশাজাতীয় দ্রব্য পানে মৃত্যু হয় ১০ জনের। যশোর সদর উপজেলার শেখহাটি কালীতলা এলাকার শাহিন, যশোর শহরের বেজপাড়ার নান্নু, শহরতলির ঝুমঝুমপুর মান্দারতলার ফজলুর রহমান, শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মনিবাবু, ঘোপ নওয়াপাড়া রোডের সাবু, যশোর শহরের বারান্দি মোল্যাপাড়ার বাসিন্দা মদের দোকানের কর্মচারী আব্দুর রশিদ, চুড়ামনকাটির ছাতিয়ানতলার আক্তারুজ্জামান, ঝিকরগাছার কাটাখালী গ্রামের সাহেব আলী, মণিরামপুরের মোহনপুর গ্রামের মোমিন ও মোহনপুরের মুক্তার আলী মারা যান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক হুমায়ুন কবির বলেন,
হোমিওপ্যাথিক ওষুধের দোকানসহ যেসব উৎস থেকে রেকটিফাইড স্পিরিট সংগ্রহের সুযোগ আছে, সেসব জায়গায় অভিযান চালানো হচ্ছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যশোরে তিন বছরে বিষাক্ত স্পিরিট পানে মৃত্যু ১৯

আপডেট টাইম : ০৬:৪১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩

যশোরে মাদকের নীল ছোবলে যুবসমাজ ধ্বংসের মুখে। সীমান্তবর্তী জেলা হওয়ায় খুব সহজেই হাতের নাগালে মিলছে ভয়ংকর সব মাদক।আলোর পথ থেকে দূরে সরে যাচ্ছে প্রজন্ম। ইথাইল অ্যালকোহলের ৯৫.৬% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট (Rectified spirit) বলে। এতে ৪.৪% পানি থাকে। ডাক্তারি কাজে পচন নিবারক ও জীবাণুনাশক হিসাবে রেকটিফাইড স্পিরিট ব্যবহার করা হয়।তুলনামূলকভাবে সহজলভ্য হওয়ায় হোমিওপ্যাথি দোকান ও চোরাই পথে আসা বিষাক্ত স্পিরিট পানে (নেশাজাতীয় দ্রব্য) গত তিন বছরে যশোরে ১৯ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছে কয়েকশ ।

জানা গেছে, গত ২৫ জানুয়ারি রাতে যশোর সদরের আবাদ কচুয়া গ্রামের একটি বাগানে এই গ্রামের ইসলাম হোসেন, আবুল কাশেম ও জাকির হোসেন এবং সিতারামপুর গ্রামের বাবলু হোসেন ও রিপন হোসেনসহ ২৪ জন নেশাজাতীয় দ্রব্য পান করেন। এর মধ্যে ৩ জন মারা গেছে। বাকীরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এদের বেশিরভাগ বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে মারা যান। আর এ মদ তৈরি হয় রেকটিফাইড স্পিরিটের সঙ্গে বিভিন্ন উপকরণ মিশিয়ে। যশোরে বেশ কয়েকটি চক্র এরসঙ্গে জড়িত। যশোরের হোমিওপ্যাথিক দোকান ও ঢাকার মিডফোর্ড থেকে চক্রটি এ রেকটিফাইড স্পিরিট সংগ্রহ করে। প্রশাসনের অভিযানে মাঝে মধ্যে এ মদ ও রেকটিফাইড স্পিরিটের দু-একটি চালান ধরা পড়লেও সাধারণ সময়ে বেচাকেনা হয় অহরহ। কিন্তু এ মদ যখন বিষাক্ত হয়ে যায় তখনই মৃত্যুর ঘটনা ঘটে।

এরআগে ২০২০ সালের ১৭ জুন যশোরের ঝিকরগাছায় নেশাজাতীয় দ্রব্য পানে রাজাপুর গ্রামের হাবিল গাজী ও নুর ইসলাম খোকা, বর্নি গ্রামের ফারুক হোসেন, হাজিরালী গ্রামের আসমত আলী, পুরন্দরপুর গ্রামের হামিদুর রহমান এবং ঋষিপাড়ার নারায়ণের মৃত্যু হয়।

একই বছরের ২৫ ও ২৬ এপ্রিল নেশাজাতীয় দ্রব্য পানে মৃত্যু হয় ১০ জনের। যশোর সদর উপজেলার শেখহাটি কালীতলা এলাকার শাহিন, যশোর শহরের বেজপাড়ার নান্নু, শহরতলির ঝুমঝুমপুর মান্দারতলার ফজলুর রহমান, শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মনিবাবু, ঘোপ নওয়াপাড়া রোডের সাবু, যশোর শহরের বারান্দি মোল্যাপাড়ার বাসিন্দা মদের দোকানের কর্মচারী আব্দুর রশিদ, চুড়ামনকাটির ছাতিয়ানতলার আক্তারুজ্জামান, ঝিকরগাছার কাটাখালী গ্রামের সাহেব আলী, মণিরামপুরের মোহনপুর গ্রামের মোমিন ও মোহনপুরের মুক্তার আলী মারা যান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক হুমায়ুন কবির বলেন,
হোমিওপ্যাথিক ওষুধের দোকানসহ যেসব উৎস থেকে রেকটিফাইড স্পিরিট সংগ্রহের সুযোগ আছে, সেসব জায়গায় অভিযান চালানো হচ্ছে।