গোবিন্দগঞ্জে দেড় হাজার পিস নেশাজাতীয় ইনজেকশনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

- আপডেট টাইম : ০২:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
- / ১৪২ ৫০০০.০ বার পাঠক
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দেড় হাজার পিস নেশাজাতীয় ইনজেকশনসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার পান্থাপাড়া কোল্ড স্টোরের সামন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন। আটক ব্যক্তিরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার উত্তর মুরাদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সুমন মিয়া (২৮) ও তার স্ত্রী আখি বেগম (২১)।
পুলিশ জানায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্থাপাড়া কোল্ড স্টোরের সামনে একটি বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ পিস নেশা জাতীয় ‘বুপ্রেনরফিন’ এ্যাম্পুলসহ তাদেরকে আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার বলেন, আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।