ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
মোংলায় জলবায়ু ন্যায্যতার গণসংলাপে বক্তারা : সুন্দরবন উপকূলীয় অঞ্চলের বাস্তুতন্ত্রের সুরক্ষা দিন অভিনব কায়দায় কুমড়া শাকের আড়ালে গাঁজা পাচারকালে ডিএনসি- কুমিল্লার হাতে ১৩ কেজি গাঁজাসহ আটক ০২ নারী মঠবাড়ীয়া সাফলেজা কচুবাড়ীয়া বসত ঘর ভাঙচুর লুটপাট ও যখম এর অভিযোগ আঃ খালেক হাওলাদার গংদের বিরুদ্ধে দুর্নীতির আখড়া বরগুনার পাসপোর্ট অফিস, দালাল ছাড়া মিলছে না পাসপোর্ট কাশেমপুর থানায় অভিযোগ করতে গিয়ে বিট্টিমরাই স্কুল ছাত্র মোঃ রাব্বি নিজ খালাকে আটকিয়ে ? ওসি সাইফুল ইসলাম মোটা অংকের টাকার বিনিময় তাদের আসামি করে গ্রেফতার দেখান রাজনৈতিক দলগুলো যদি বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেবো: ড. ইউনূস দেশবাসীকে ফের কাঁদালেন শহিদ নাফিজের মা নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী সংসারের হাল ধরতে চেয়ে নিজেই এখন বোঝা” বাঁচতে চায় ঠাকুরগাঁওয়ের শামীম জেনেভা ক্যাম্পের শিশুদের শিক্ষার মান উন্নয়নের জন্য ড্রিম এলাইভ ফাউন্ডেশন এবং এনএলজে হাই স্কুল পরিচালনা কমিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ থানার অভিযানে ৪৫ বোতল ফেন্সিগ্রিপ, ১৬ বোতল ফেন্সিডিল ও গাঁজার গাছ সহ মোট ০৬ – মাদক কারবারিকে গ্রেফতার করেছে গাইবান্ধা জেলা পুলিশ

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৯:১৮:১২ পূর্বাহ্ণ, শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩
  • / ২৬১ ৫০০০.০ বার পাঠক

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ থানার অভিযানে ৪৫ বোতল ফেন্সিগ্রিপ যাহার মূল্য ২২,৫০০/-(বাইশ হাজার পাঁচশত টাকা) ও ১৬ বোতল ফেন্সিডিল যাহার মুল্য ৮,০০০/-(আট হাজার টাকা) এবং গাঁজার গাছ সহ মোট ০৬ – মাদক কারবারিকে গ্রেফতার করেছে গাইবান্ধা জেলা পুলিশ।

MEDIA CELL, DISTRICT POLICE
GAIBANDHA
[DATE-20-01-2023]
অদ্য ১৯/০১/২০২৩ তারিখ ১৭.২০ ঘটিকায় গোবিন্দগঞ্জ থানার এসআই(নিঃ)/ সঞ্জয় কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ রংপুর টু ঢাকা মহাসড়ক এর গোবিন্দগঞ্জ থানাধীন ১৩নং কামারদহ ইউনিয়নের বকচর মৌজাস্থ গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোর এর সামনে দিনাজপুর টু ঢাকাগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের ভিতর যাত্রী গ্রেফতারকৃত আসামী মোঃ খসরু পারভেজ(৪২), পিতা-মৃত তোছাদ্দেক হোসেন, মাতা-শেফালী বেগম, সাং-পঁওতা, ইউপি-ময়দানহাট্টা, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়ার দেহ তল্লাশী করিয়া তাহার কোমরের সাথে কসটেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো ১৬ (ষোল) বোতল কোডিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার জিডি নং-৯৭৪ মূলে অত্র থানার এসআই(নিঃ)/সঞ্জয় কুমার সাহা সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান করাকালে থানাধীন বকচর মৌজাস্থ গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোরের পশ্চিম পার্শ্বে রংপুর টু ঢাকাগামী হাইওয়ে পাঁকা রাস্তার উপরে শাহ্ ইউনুস পরিবহনের বাসে চেকিং করাকালে ইং ১৯/০১/২০২৩ তারিখ ১২:৫০ ঘটিকার সময় যাত্রী মো: আবির হোসেন (১৯), পিতা: মো: আমেদ আলী সাং- দক্ষিন দামোদরপুর,থানা -ফুলবাড়ি ও জেলা- দিনাজপুর এর দুই পায়ের মাঝখানে একটি কালো অফিসিয়াল ব্যাগের ভিতরে ৪৫ বোতল ফেন্সিগ্রিপ উদ্ধার পূর্বক এসআই সঞ্জয় কুমার সাহা ঘটনাস্থলেই জব্দ তালিকামুলে জব্দ করেন। এ বিষয়ে মাদক আইনে নিয়মিত মামলা প্রক্রীয়াধীন।
অদ্য ১৮/০১/২৩ খ্রিঃ ০৩ জন সাজাপ্রাপ্ত ও ০১ মাদকদ্রব্য গাঁজার গাছ সহ গ্রেফতার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ১।মোঃ সাদা মিয়া, পিতা মোঃ আবুল হোসেন সাং-নিজপাড়া থানা-সুন্দরগঞ্জ তাহার সাজার পরিমান ০১ বছর ০৬মাস ২। মোঃ আঃ হাফিজ, পিতা- মোঃ সামিউল ইসলাম সাং-পরান ,থানা-সুন্দরগঞ্জ তাহার সাজার পরিমান ০১ বছর ৩।মোঃ জহুরুল মন্ডল, পিতা মোঃ খালেক মন্ডল সাং-দক্ষিণ বেকাটারী থানা-সুন্দরগঞ্জ। এবং দুইটি গাঁজার গাছ সহ মোঃ আঃ কাশেম পিতা- মৃত আবু বক্কর সিদ্দিক সাং- পশ্চিম সিচা(ঠনঠনিয়া)থানা-সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধা গ্রেফতার করা হয়।
এভাবেই মাদক নির্মুলে সদা জাগ্রত থাকবে গাইবান্ধা জেলা পুলিশ।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ থানার অভিযানে ৪৫ বোতল ফেন্সিগ্রিপ, ১৬ বোতল ফেন্সিডিল ও গাঁজার গাছ সহ মোট ০৬ – মাদক কারবারিকে গ্রেফতার করেছে গাইবান্ধা জেলা পুলিশ

আপডেট টাইম : ০৯:১৮:১২ পূর্বাহ্ণ, শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ থানার অভিযানে ৪৫ বোতল ফেন্সিগ্রিপ যাহার মূল্য ২২,৫০০/-(বাইশ হাজার পাঁচশত টাকা) ও ১৬ বোতল ফেন্সিডিল যাহার মুল্য ৮,০০০/-(আট হাজার টাকা) এবং গাঁজার গাছ সহ মোট ০৬ – মাদক কারবারিকে গ্রেফতার করেছে গাইবান্ধা জেলা পুলিশ।

MEDIA CELL, DISTRICT POLICE
GAIBANDHA
[DATE-20-01-2023]
অদ্য ১৯/০১/২০২৩ তারিখ ১৭.২০ ঘটিকায় গোবিন্দগঞ্জ থানার এসআই(নিঃ)/ সঞ্জয় কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ রংপুর টু ঢাকা মহাসড়ক এর গোবিন্দগঞ্জ থানাধীন ১৩নং কামারদহ ইউনিয়নের বকচর মৌজাস্থ গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোর এর সামনে দিনাজপুর টু ঢাকাগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের ভিতর যাত্রী গ্রেফতারকৃত আসামী মোঃ খসরু পারভেজ(৪২), পিতা-মৃত তোছাদ্দেক হোসেন, মাতা-শেফালী বেগম, সাং-পঁওতা, ইউপি-ময়দানহাট্টা, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়ার দেহ তল্লাশী করিয়া তাহার কোমরের সাথে কসটেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো ১৬ (ষোল) বোতল কোডিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার জিডি নং-৯৭৪ মূলে অত্র থানার এসআই(নিঃ)/সঞ্জয় কুমার সাহা সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান করাকালে থানাধীন বকচর মৌজাস্থ গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোরের পশ্চিম পার্শ্বে রংপুর টু ঢাকাগামী হাইওয়ে পাঁকা রাস্তার উপরে শাহ্ ইউনুস পরিবহনের বাসে চেকিং করাকালে ইং ১৯/০১/২০২৩ তারিখ ১২:৫০ ঘটিকার সময় যাত্রী মো: আবির হোসেন (১৯), পিতা: মো: আমেদ আলী সাং- দক্ষিন দামোদরপুর,থানা -ফুলবাড়ি ও জেলা- দিনাজপুর এর দুই পায়ের মাঝখানে একটি কালো অফিসিয়াল ব্যাগের ভিতরে ৪৫ বোতল ফেন্সিগ্রিপ উদ্ধার পূর্বক এসআই সঞ্জয় কুমার সাহা ঘটনাস্থলেই জব্দ তালিকামুলে জব্দ করেন। এ বিষয়ে মাদক আইনে নিয়মিত মামলা প্রক্রীয়াধীন।
অদ্য ১৮/০১/২৩ খ্রিঃ ০৩ জন সাজাপ্রাপ্ত ও ০১ মাদকদ্রব্য গাঁজার গাছ সহ গ্রেফতার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ১।মোঃ সাদা মিয়া, পিতা মোঃ আবুল হোসেন সাং-নিজপাড়া থানা-সুন্দরগঞ্জ তাহার সাজার পরিমান ০১ বছর ০৬মাস ২। মোঃ আঃ হাফিজ, পিতা- মোঃ সামিউল ইসলাম সাং-পরান ,থানা-সুন্দরগঞ্জ তাহার সাজার পরিমান ০১ বছর ৩।মোঃ জহুরুল মন্ডল, পিতা মোঃ খালেক মন্ডল সাং-দক্ষিণ বেকাটারী থানা-সুন্দরগঞ্জ। এবং দুইটি গাঁজার গাছ সহ মোঃ আঃ কাশেম পিতা- মৃত আবু বক্কর সিদ্দিক সাং- পশ্চিম সিচা(ঠনঠনিয়া)থানা-সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধা গ্রেফতার করা হয়।
এভাবেই মাদক নির্মুলে সদা জাগ্রত থাকবে গাইবান্ধা জেলা পুলিশ।