নাজিরপুরে মুক্তিযোদ্ধার সন্তান ফাউন্ডেশনের কম্বল বিতরণ
- আপডেট টাইম : ০৯:৫৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
- / ২০২ ৫০০০.০ বার পাঠক
মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পিরোজপুরের নাজিরপুরে অসহায় মুক্তিযোদ্ধাদের পরিবারের সন্তানদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ের, ৭০ জন অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের মাঝে এসব কম্বল তুলে দেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু এবং মুক্তিযোদ্ধার সন্তান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন শেখ এ ছাড়া আরো উপস্তিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম সিন্টু সহ সংগঠনের অন্যান্য নেত্রীবৃন্দ এবং মুক্তিযোদ্ধার সন্তান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।