ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
জামালপুরে করল্লা চাষ দিন দিন বৃদ্ধি পেয়েছে কৃষককুল স্বাবলম্বি চট্টগ্রাম সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ১টি এলজিসহ অস্ত্রধারী যুবক গ্রেপ্তার। প্রচন্ড খড়া রোদে ডিএমপি কমিশনারের স্বস্থির উদ্যোগ পাহাড় পুর বাজারে ক্ষমতার দাপটে সরকারি শৌচাগার বন্ধ করে দোকান ঘর নির্মাণ, মাদক মুক্ত সমাজ গড়ার ডাক দিলেন জননেত্রী ও প্রধান মাসকিনা মমতাজ সরিষাবাড়ীতে উজ্জল হত্যা মামলার আসামিদের  ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মোংলায় ডে বোট অপারেটর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত কালিহাতিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত ডিএমপির ৬ কর্মকর্তার বদলি কালিয়াকৈরে পালিত হলো প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪

ভালুকা উপজেলা কোটি কোটি টাকা মুল্যের বন সম্পত্তি দালাল ও প্রভাবশালী চক্রেরকবলে (১) 

ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা ডি এফ ওর ধীন ভালুকা রেঞ্জের অলিখিত নির্দেশ ভিত্তিতে  বনের গাছ কর্তনের মাধ্যমে পাচার ও বন ভূমি দখলের প্রতিযোগিতা চলছে দীর্ঘদিন ধবেই।এই  প্রতিযোগিতা এগিয়ে রয়েছে প্রভাশালী চক্রের সদস্যরা। অন্যদিকে অর্থনৈতিক ভাবে ভালুকা রেঞ্জের অসাধ বন কর্মকর্তা-কর্মচারীগন এবং  তাদের পছন্দের দালাল চক্র লাভবান হয়েছে। তার  প্রমাণ হিসেবে একটি হয়েছে আকালিয়া গ্রামের প্রয়াত নুরে আলম সিদ্দিকীর ছেলে ও তার ভাই জয়নাল আবেদীন বন বিভাগের গাছ কর্তন করে বাড়ী করে টিনের বেড়া দিয়ে জমি গ্রাস করছেন। নুরে আলম সিদ্দিকীর ভাই-ছেলে এর নামে বন মামলা হয়না কি জন্য ? এ প্রশ্ন বন কর্মকর্তার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট রইল।সুত্রে প্রকাশ এ ঘর বাড়ী টিনের বেড়া দিয়েছে দালাল চক্রের যোগ সাজশে। এমনি ভাবেই বন বিভাগ  ও দালাল চক্রের মাধ্যমে বন ভূমি প্রভাবশালীর মহলের হাতে চলে গেছে।নুরে আলমও তার ভাই জোড়া মুলে ভুমি দখল করে এক প্রভাবশালীর নিকট ভুয়া কাগজে জমি বিক্রয় করে গেছেন। বতর্মান নুরে আলম সিদ্দিকীর ছেলে ও মেয়েরা কাগজবিহীন ভুমি গায়ে জুড়ে অবাধে বিক্রয় করে আর টিনের বেড়া দিয়ে মহারাজ হয়েছে । উক্ত ঘটনার সত্যতা বাহিরে করতে ধারাবাহিক ভাবে রিপোর্ট হবে বলে জানান সংবাদদাতা।
আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

জামালপুরে করল্লা চাষ দিন দিন বৃদ্ধি পেয়েছে কৃষককুল স্বাবলম্বি

ভালুকা উপজেলা কোটি কোটি টাকা মুল্যের বন সম্পত্তি দালাল ও প্রভাবশালী চক্রেরকবলে (১) 

আপডেট টাইম : ০৬:১০:২৭ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা ডি এফ ওর ধীন ভালুকা রেঞ্জের অলিখিত নির্দেশ ভিত্তিতে  বনের গাছ কর্তনের মাধ্যমে পাচার ও বন ভূমি দখলের প্রতিযোগিতা চলছে দীর্ঘদিন ধবেই।এই  প্রতিযোগিতা এগিয়ে রয়েছে প্রভাশালী চক্রের সদস্যরা। অন্যদিকে অর্থনৈতিক ভাবে ভালুকা রেঞ্জের অসাধ বন কর্মকর্তা-কর্মচারীগন এবং  তাদের পছন্দের দালাল চক্র লাভবান হয়েছে। তার  প্রমাণ হিসেবে একটি হয়েছে আকালিয়া গ্রামের প্রয়াত নুরে আলম সিদ্দিকীর ছেলে ও তার ভাই জয়নাল আবেদীন বন বিভাগের গাছ কর্তন করে বাড়ী করে টিনের বেড়া দিয়ে জমি গ্রাস করছেন। নুরে আলম সিদ্দিকীর ভাই-ছেলে এর নামে বন মামলা হয়না কি জন্য ? এ প্রশ্ন বন কর্মকর্তার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট রইল।সুত্রে প্রকাশ এ ঘর বাড়ী টিনের বেড়া দিয়েছে দালাল চক্রের যোগ সাজশে। এমনি ভাবেই বন বিভাগ  ও দালাল চক্রের মাধ্যমে বন ভূমি প্রভাবশালীর মহলের হাতে চলে গেছে।নুরে আলমও তার ভাই জোড়া মুলে ভুমি দখল করে এক প্রভাবশালীর নিকট ভুয়া কাগজে জমি বিক্রয় করে গেছেন। বতর্মান নুরে আলম সিদ্দিকীর ছেলে ও মেয়েরা কাগজবিহীন ভুমি গায়ে জুড়ে অবাধে বিক্রয় করে আর টিনের বেড়া দিয়ে মহারাজ হয়েছে । উক্ত ঘটনার সত্যতা বাহিরে করতে ধারাবাহিক ভাবে রিপোর্ট হবে বলে জানান সংবাদদাতা।