ভ্রাম্যমাণ আদালতের অভিযানে, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
- আপডেট টাইম : ০৩:২৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
- / ১৯০ ৫০০০.০ বার পাঠক
শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান চালিয়ে দুইটি হাসপাতাল সহ চারটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।এ সময় ২টি হাসপাতালের অপারেশন থিয়েটর ও ল্যাব সিলগালা করা হয়।মঙ্গলবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী আশুলিয়ার বলিভদ্র বাজার ও ইউনিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন।এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আশুলিয়ার বলিভদ্র এলাকার দরদী হোমিও হলকে ১ লক্ষ টাকা ও রেজা ডায়াগনস্টিক
সেন্টারকে ৪০ হাজার টাকা এবং ইউনিক এলাকার এশিয়া হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা ও দি ইউনিক জেনারেল হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এশিয়ান হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার ও ল্যাব সিলগালা করা হয়।এসময় আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন বলেন,মেয়াদ উত্তীর্ণ ঔষধ,কাগজপত্র না থাকায় এবং বিভিন্ন অভিযোগে একটি হোমিও হল,একটি ডায়াগনস্টিক সেন্টার ও ২ টি হাসপাতালকে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।এ সময় আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ সাইদুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোজাম্মেল হোসাইন ও আশুলিয়া থানা উপ পরিদর্শক আব্দুল মালেক সহ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তাগণ।