চট্টগ্রামের পটিয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ
- আপডেট টাইম : ১১:০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
- / ১৪২ ৫০০০.০ বার পাঠক
কৃষিবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চট্টগ্রামের পটিয়ায় অসহায় ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার জিরি ইউনিয়নের পূর্ব জিরি ও মালিয়ারা গ্রামের অর্ধ শতাধিক কৃষকের মাঝে বিভিন্নজাতের বীজ বিতরণ করা হয়। পটিয়া নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের
চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসী মানবিক জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষ থেকে এসব বীজ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল
ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো: জসিম উদ্দিন, কৃষক নুরুল হোসেন, মো. ইউসুফ, মো. কামাল, আবুল কালাম, মো. ইউনুছ, মো. সিরাজ, মো. নুরুচ্ছফা, মো. হোসেন, মো. জাফর বাবুচি, মো. হাছান আলী, মো. সিরাজ, মো. আনু মিয়া।
বীজ বিতরনকালে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম
কৃষকদের বলেন, দেশে যেন দুর্ভিক্ষ না হয় এবং হলে তা মোকাবেলা করার লক্ষ্যে অসহায় কৃষকদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এর প্রেক্ষিতে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন এলাকার অসহায় ও প্রান্তিক কৃষকের পাশে থেকে বীজ বিতরণ করে সহযোগিতা করছেন। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তিন শতাধিক কৃষককে বিভিন্নজাতের বীজ বিতরণ করা
হয়। পরবর্তীতে কৃষকদের সার ও কীটনাশক প্রদান করা হবে বলে জানানো হয়।