বরগুনার তালতলীতে সাংবাদিকদের অবমূল্যায়ন
- আপডেট টাইম : ০২:২৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
- / ১৫৫ ৫০০০.০ বার পাঠক
করায় বিজয় দিবস ২০২২ উপলক্ষে ফুল দেয়া ও জাতীয় পতাকার সম্মাননা শেষে অনুষ্ঠান বর্জন করেছেন স্থানীয় সকল সাংবাদিকবৃন্দ। প্রশাসনসহ অধীনস্ত সকল দপ্তরের ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন উপজেলার সকল সাংবাদিক সংগঠন। তবে প্রশাসন সহ সকল দপ্তরের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সংগ্রহ ও প্রচার করবে সাংবাদিকরা। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) উপজেলার ৬টি সাংবাদিক সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময়ে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালতলী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় প্রোগ্রামসহ বিভিন্ন সভা ও সমাবেশে প্রতিনিয়ত সাংবাদিকদের অবমূল্যায়ন করা হচ্ছে। বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা নিজেদের ব্যর্থতা ও অনৈতিক কর্মকান্ড আড়াল রাখতে প্রকৃত সাংবাদিকদের এড়িয়ে চলছে। এতে উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদ প্রাপ্তি থেকে সাংবাদিকরা বাধাগ্রস্থ হচ্ছে। ফলে সরকারের উন্নয়ণ কাজের চিত্র সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছানো সম্ভব হচ্ছে না।
অন্যদিকে উপজেলা প্রশাসনের অধিনে থাকা বিভিন্ন দপ্তরের সভা ও কর্মকাণ্ডে সাংবাদিকদের এড়িয়ে যাওয়া হচ্ছে। এমন কি সঠিক তথ্য দিতে কালক্ষেপণ করায় ও নানা অজুহাতে জাতীয় এবং স্থানীয় সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরা যথা সময়ে সংবাদ পরিবেশনে ব্যর্থ হচ্ছে। এই সকল বিষয়ে তালতলীর সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের ইতিবাচক সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেয়।
তালতলী প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে উপস্থিতি ছিলেন, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আকাঁশ, সাংবাদিক ফোরামের সভাপতি মাহমুদুল হাসান, সম্পাদক হাইরাজ মাঝি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইউসুফ আলী, সম্পাদক শাহাদাৎ হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুবায়ের হোসেন, সম্পাদক জলিল আহমেদ, সাংবাদিক ঐক্যজোটের সভাপতি আবুল হাসান, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আ.মোতালিব ও সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।